মুঃ আবিদ হোসেন,চট্টগ্রাম :
কিছু মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পড়ুয়া শিক্ষার্থীদের নিয়ে গড়ে ওঠা এই সংগঠনের একটাই লক্ষ্য গরীব, অসহায় আর এতিম শিশুদের জন্য অবলম্বন হয়ে পাশে দাড়ানো।তাদের মুখে হাসি ফুটানোর মাধ্যমেই তারা তাদের পরিশ্রমের স্বার্থকতা খুজে পায়। ইতোমধ্যে রমজান মাস উপলক্ষে চাল-ডাল বিতরণ, রমজানে ইফতার সামগ্রী ও ঈদ বস্ত্র বিতরণ, এতিমখানার বাচ্চাদের দুপুরের-রাতের খাবারের আয়োজন সহ বর্ষা মৌসুমে রিকশাচালকদের রেইনকোট বিতরন যা সবই সম্ভব হয়েছে প্রত্যেক শিক্ষার্থীদের প্রতিদিনের নিজস্ব খরচ থেকে ৫টাকা, ১০টাকা, ২০টাকা করে জমানো টাকায়। এই বছরের জানুয়ারিতে প্রতিষ্ঠালগ্ন থেকে আজ অবধি নিজেদের পড়ালেখার পাশাপাশি বাকি সময় তারা কাজ করে যাচ্ছে তাদের ভালোবাসার সংগঠনটির জন্য, অসহায় মানবতার জন্য।