সাত্তার সিকদার, নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রামঃ
ওমানে করোনায় আক্রান্ত হয়ে মো. জাহেদুল ইসলাম (৩৪) নামে চট্টগ্রামের এক যুবকের মৃত্যু হয়েছে।
( ৩০ জুলাই ) শুক্রবার ভোরে ওমানের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আধুনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন জানান, জাহেদুল ইসলাম করোনা আক্রান্ত হয়ে ওমানে মৃত্যু বরণ করেন বলে নিহতের পারিবারিক সুত্রে বিষয়টি জানতে পেরেছি ।
জাহেদ চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আধুনগর ইউনিয়নের ডাঃ এয়াকুব পাড়ার মৃত ইসলাম ড্রাইভারের পুত্র। জাহেদ ৮ মাস বয়সী একটি পুত্র সন্তানের জনক।
পারিবারিক সুত্রে জানা যায়, জীবিকার তাগিদে প্রায় ১০ বছর আগে জাহেদ ওমানে পাড়ি জমান। ওমানে তিনি মোবাইলের ব্যবসায়ী ছিলেন। প্রায় ৮ মাস আগে বাড়িতে এসে আবার ওমানে চলে যান তিনি । জাহেদের মৃত্যুর বিষয়টি সকাল ৮ টার দিকে ওমানে অবস্থানরত পরিবারের বড় ছেলে খালেদুল ইসলাম বাড়ির লোকজনকে জানান। ১৫ দিন আগে কোভিট পরিক্ষার রেজাল্ট পজেটিভ আসে। এর পর নিয়মিত চিকিৎসা নিতে থাকেন । শারিরীক অবস্থার অবনতি হলে আইসিইউতে ভর্তি করান। আইসিউতে ৫ দিন থাকার পর ৩০ জুলাই ভোরে মৃত্যু বরণ করেন জাহেদ । পরিস্থিতি স্বাভাবিক না থাকায় ওমানে তার দাফনকাজ সম্পন্ন হবে বলেও জানা গেছে।
জাহেদের মৃত্যুর সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে আসে।