ঢাকাবুধবার , ৩০ এপ্রিল ২০২৫
  1. সর্বশেষ

সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. হিমাংশু লাল

প্রতিবেদক
নিউজ ভিশন
১৬ জুলাই ২০২১, ৯:৫০ অপরাহ্ণ

Link Copied!

নিউজ ডেস্কঃ
স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক হিসেবে পদোন্নতি পেয়েছেন ডা. হিমাংশু লাল রায়। এর আগে তিনি একই অধিদফতরের আর্থিক ব্যবস্থাপনা বিভাগের পরিচালক ছিলেন।
বৃহস্পতিবার (১৫ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগ পারসোনেল-২ অধিশাখার উপ-সচিব জাকিয়া পারভীন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার ও স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তার নামের পাশে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।’

এতে আরও বলা হয়েছে, ‘রাষ্ট্রপতির আদেশক্রমে এবং জনস্বার্থে এই আদেশ জারি করা হয়েছে।’
এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা, স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব এবং সচিবের একান্ত সচিবসহ সংশ্লিষ্টদের কাছে আদেশের অনুলিপি পাঠানো হয়েছে।
এর আগে ডা. হিমাংশু লাল রায় স্বাস্থ্য শিক্ষা অধিদফতরের পরিচালক (আর্থিক ব্যবস্থাপনা) ছিলেন। এছাড়াও তিনি ২০১৯ সালের অক্টোবর থেকে সিলেটে এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
এর আগে ডা. হিমাংশু লাল রায় সিলেটের সিভিল সার্জন হিসেবেও দায়িত্ব পালন করেন।

195 Views

আরও পড়ুন

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: প্রতিরোধে জনসচেতনতা জরুরি

ভয়াল ২৯ এপ্রিল ১৯৯১ : যে স্মৃতি আজো কাঁদায়!!

আঙ্গরে বাড়ি কাছে কোন স্কুল নাই ; আঙ্গরে স্কুল ফিরিয়ে দিন

কাপাসিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অনিয়মের অভিযোগে দুদক ও বিভাগীয় তদন্ত টিমের অভিযান

প্রয়াত মায়ের সঞ্চয়ের টাকায় প্রতিবেশিকে সাবমারসিলবল কিনে দিলেন আইউবী

বিশ্ববিদ্যালয়ে ভর্তির চান্স পেল পাঙাল সম্প্রদায়ের কৃতি শিক্ষার্থী তামান্না

সংবাদ সম্মেলনে মিথ্যা বক্তব্যের প্রতিবাদে সুবিপ্রবি’র সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি

কমলগঞ্জের তামান্না রেজা চান্স পেলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে

মাছের চর ও কাকড়ার চর দখল নিয়ে বিএনপি’র দুই গ্রুপের সংঘর্ষ,

অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্স: নীরব মহামারির পথে?

টেকনাফে অপহৃত উদ্ধার,অস্ত্র-গুলিসহ অপহরণকারী চক্রের এক সদস্য আটক

নার্সিং শিক্ষার্থীদের ফ্যাসিস্ট বলা মূর্খতা