এম এ মোতালিব ভুঁইয়া :
সুনামগঞ্জের ছাতকের সুরমা নদীতে নৌযানে চাদাঁবাজিকালে সাতজনকে হাতেনাতে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। বুধবার (৩০ অক্টোবর) দুপুরে সুনামগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল সুরমা নদীতে ভলগেট ও নৌযানে চাঁদাবাজির সময় তাদের হাতেনাতে আটক করে। এ সময় চাঁদাবাজির নগদ ১৫ হাজার টাকা ও দুটি নৌকা জব্দ করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার হরেষপুর গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে মো. দিলোয়ার হোসেন (২১),মুক্তিরগাওঁ গ্রামের ইদ্রিছ আলীর ছেলে মো. জাহির মিয়া (৪৫), মৌলভীরগাওঁ গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে মো. রায়হান (৩২), তাতীকোণা গ্রামের মো. শাহাদাত মিয়ার ছেলে মো. মামুন মিয়া (৪০), গণেশপুর গ্রামের আইয়ূব আলীর ছেলে নেছার আহমদ (৩০), নোয়াগাওঁ গ্রামের মৃত আনিছুর রহমানের ছেলে সেলিম আহমদ (৪৩) ও সিলেটের কোম্পানীগঞ্জের মৃত হাছন আলীর ছেলে মো. মনিরুল ইসলাম (৩০)।
এ ঘটনায় ডিবির এসআই মো. আমিনুল ইসলাম বাদী হয়ে সাত জনকে আসামি করে ছাতক থানায় একটি মামলা দায়ের করেন। ডিবির পুলিশের ওসি কাজি মোক্তাদির হোসেন চৌধুরী এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।