ঢাকামঙ্গলবার , ২৩ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

বিরামপুরে দ্বিতীয় পর্যায়ে ঘর পেলেন ৩৫০ গৃহহীন ও ভূমিহীন পরিবার

প্রতিবেদক
নিউজ এডিটর
২০ জুন ২০২১, ৩:৫৪ অপরাহ্ণ

Link Copied!

নয়ন হাসান, বিরামপুর(দিনাজপুর)প্রতিনিধি:

“আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই স্লোগানকে সামনে রেখে ভিডিও কনফারেন্স এর মাধ্যমে মুজিববর্ষ উপলক্ষে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক দ্বিতীয় পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী কার্যালয় থেকে গৃহীত আশ্রয়ণ প্রকল্পের মাধ্যমে মুজিববর্ষে ভুমিহীন ও গৃহহীন জনগোষ্ঠীকে জমিসহ গৃহ নির্মাণের মাধ্যমে ৫৩ হাজার ৩শ ৪০টি পরিবারকে পুনর্বাসন করা হয়। এরই ধারাবাহিকতায় বিরামপুরে উপজেলায় খাঁনপুর ইউনিয়নে ২৯৪টি বিনাইল ইউনিয়নে ৩৮টি এবং পলিপ্রয়াগপুর ইউনিয়নে টিকুরীতে ১৮টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে পুনর্বাসনের লক্ষে গৃহ নির্মাণ করা হয়। পরে ঘর ও জমিসহ আনুষ্ঠানিকভাবে ভুমিহীন ও গৃহহীন পরিবার গুলোর মাঝে জমির দলিল এবং ঘরের চাবী বুঝিয়ে দেন বিরামপুর উপজেলা প্রশাসন।

(২০ জুন) গতকাল রবিবার সকাল সাড়ে ১১টায়
উপজেলা প্রশাসন আয়োজিত ঘরের চাবী ও দলিল হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে মুঠোফোন সংযুক্ত ছিলেন বিরামপুরের উত্তরবঙ্গের উন্নয়নের রূপকার দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক (এমপি)। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল আলম রাজু,উপজেলা নির্বাহী কর্মকর্তা পরিমল কুমার সরকার, উপজেলা ভাইস চেয়ারম্যান মেজবাউল ইসলাম মন্ডল,মহিলা ভাইস চেয়ারম্যান উম্মে কুলসুম বানু, উপজেলা আ.লীগের সহ-সভাপতি শিবেশ কুন্ডু ও নাড়ু গোপাল কুন্ডু, সাংগঠনিক সম্পাদক আব্দুর রাজ্জাক মাষ্টার,সিনিয়র সহকারী পুলিশ সুপার একেএম ওয়াহেদুন নবী,থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার মহন্ত,উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার হবিবর রহমান,বিরামপুর সরকারি কলেজের উপাধ্যক্ষ অদৈত্য কুমার অপু, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর (জিএম) আমজাদ হোসেন,মহিলা কলেজের অধ্যক্ষ শিশির কুমার সরকার, উপজেলা খাদ্যনিয়ন্ত্রক কর্মকর্তা মোস্তাফিজুর রহমান,সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম,একাডেমিক সুপারভাইজার আব্দুস সালাম,প্রেসক্লাবের সাবেক সভাপতি আকরাম হোসেন প্রমুখ।

ভূমিহীন ও গৃহহীন পরিবারকে জমিসহ গৃহ প্রদান অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যানগ, বীরমুক্তিযোদ্ধাগণ, আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক,বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক ও সুবিধাভোগী জনগোষ্ঠীর লোকজন উপস্থিত ছিলেন।

এসময় মাননীয় প্রধানমন্ত্রী সারাদেশে দ্বিতীয় পর্যায়ে একযোগে ৫৩ হাজার ৩শত ৪০ টি ভূমিহীনকে ভূমি ও গৃহ নির্মাণ প্রকল্পের আওতায় বিরামপুরে ৩ শত ৫০ ভূমিহীনকে ২ শতক জমির দলিল এবং ঘরের চাবী হস্তান্তর করা হয়। এসকল ঘরে বিদ্যুৎ ও সুপেয় পানি সরবরাহের বন্দোবস্ত করা হয়েছে। প্রতিটি জমি ও বাড়ির মালিকানা স্বামী-স্ত্রীর যৌথ নামে দেওয়া হয়েছে। দেশের গৃহহীন প্রতিটি মানুষ ঘর না পাওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে বলে জানান সংশ্লিষ্টরা।

61 Views

আরও পড়ুন

গরমে টাকের বিশেষ যত্ন নিন

রূপগঞ্জে ফ্রেন্ডস সার্কেলের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ঝালকাঠিতে হিট স্ট্রোকে যুবকের মৃত্যু

নওগাঁয় পর্নোগ্রাফি সংরক্ষণ ও বিক্রয়, আটক ৩

হাতিয়াতে ২টন কফি পাউডারসহ চালক-হেলপার আটক

নওগাঁর পত্নীতলায় প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

নওগাঁর পত্নীতলায় কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন

জৈন্তাপুর মডেল থানার অভিযানে১৩৫ বোতল ফেনসিডিল উদ্ধার।

জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের নতুন কার্যকরী কমিটি গঠন

অনিবন্ধিত অনলাইন পোর্টাল বন্ধ করে দেওয়া হবে: তথ্য প্রতিমন্ত্রী

গাজা নগরীর একটি পরিবারের হৃদয়গ্রাহী গল্প

আমার শেষ রক্তবিন্দু থাকা পর্যন্ত আপনাদের সেবা করে যাবো: অর্থপ্রতিমন্ত্রী ওয়াসিকা