ঢাকাসোমবার , ১৮ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ
  3. সারা বাংলা

মাতারবাড়ীতে অবকাঠামো সংক্রান্ত উন্নয়ন কাজে স্থানীয় পর্যায়ে সমন্বয় কমিঠির সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ ভিশন
১৯ জুন ২০২১, ১০:৪৪ অপরাহ্ণ

Link Copied!

ওয়াহেদ আমির,স্টাফ রিপোর্টারঃ “মহেশখালী মাতারবাড়ী সমন্বিত অবকাঠামো উন্নয়ন উদ্যোগ”-Moheshkhali Matarbari Integrated Infrastructure Development Initiative.(MIDI) সংক্রান্ত উন্নয়ন কাজে স্থানীয় পর্যায়ে সমন্বয়ের জন্য গঠিত কমিঠির বিশেষ সভা সম্পন্ন হয়েছে।

শনিবার(১৯ই জুন) বেলা ১২ টায় কোল পাওয়ার জেনারেশন বাংলাদেশ লিমিটেড এর মাতারবাড়ীস্থ সাইট অফিসের একটি মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়।এতে মাতারবাড়িতে চলমান বাংলাদেশ সরকারের বিভিন্ন উন্নয়ন প্রকল্প ও সমন্বিত উন্নয়ন অবকাঠামো নিয়ে আলোচনা করা হয়।

কক্সবাজার জেলা প্রশাসক মামুনুর রশিদের সভাপতিত্বে আয়োজিত উক্ত মিডি(MIDI) সভায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-২ আসনের এমপি আশেক উল্লাহ রফিক বলেন,”গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অগ্রাধিকার প্রকল্প মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ কেন্দ্র ও গভীর সমুদ্র বন্দরের কাজে মাতারবাড়ী – ধলঘাটা সহ মহেশখালী বাসীর শতভাগ চাকরি নিশ্চিত করা হবে।”

উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন,বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এড. সিরাজুল মোস্তাফা, অতিরিক্ত জেলা প্রশাসক আমিন আল পারভেজ, মহেশখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, মহেশখালী-কুতুবদিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার জাহেদুল ইসলাম, মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক আবুল কালাম আজাদ, ও উন্নয়ন কাজে স্থানীয় পর্যায়ে সমন্বয় কমিঠির সদস্য মশরফা জান্নাত, মাষ্টার মোহাম্মদ উল্লাহ, কামরুল হাসান সহ মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ।

মাতারবাড়ীবাসীর পক্ষ থেকে বিশেষ এই সভায় ১৮ টি দাবি উত্থাপন করেন মাতারবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাষ্টার মোহাম্মদ উল্লাহ ও বাংলাদেশ আওয়ামী লীগের মাতারবাড়ী ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব জিএম ছমি উদ্দিন।

মাতারবাড়ী কয়লাবিদ্যুৎ প্রকল্প বাস্তবায়নকারী ঠিকাদারী ও উপ-ঠিকাদারী প্রতিষ্ঠান সুমিতমো করপোরেশন, পেন্টাওশেন কনেসট্রাকশন, আই এইচ আই, তোশিবা ও পস্কো ইঞ্জিনিয়ারিং কনেসট্রাকশনের পক্ষ থেকে মাতারবাড়ী ও ধলঘাটা এলাকার দরিদ্র, কর্মহীন পাঁচ হাজার মানুষের জন্য বরাদ্দের ৫০ টন চাউল মাতারবাড়ী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাস্টার মোহাম্মদ উল্লাহ ও ধলঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামরুল হাসান এর হাতে হস্তান্তর করেন কক্সবাজার-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক।

উল্লেখ্য,কক্সবাজার জেলার মহেশখালী উপজেলার মাতারবাড়ীতে গড়ে তোলা হচ্ছে বাংলাদেশ সরকারের মেগা প্রকল্প গুলোর অন্যতম কয়লা ভিত্তিক বিদ্যুৎ প্রকল্প। মাতারবাড়ী বিদ্যুৎ প্রকল্পটি সরকারের অগ্রাধিকারভুক্ত (ফাস্ট ট্র্যাক) ১০ মেগা প্রকল্পের একটি।

বিদ্যুৎকেন্দ্রটি কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড (সিপিজিসিবিএল) এর অধীনে নির্মাণ করা হচ্ছে। বিদ্যুৎকেন্দ্র নির্মাণে গত বছরের জুলাইয়ে জাপানের তিনটি প্রতিষ্ঠানের একটি কনসোর্টিয়ামের সঙ্গে চুক্তি করে সিপিজিসিবিএল। জাপানি কনসোর্টিয়ামের অন্যতম কোম্পানি তোশিবা করপোরেশন। চুক্তি অনুযায়ী, ২০২৩ সালের ডিসেম্বরের মধ্যে এ বিদ্যুৎকেন্দ্রের নির্মাণকাজ শেষ হওয়ার কথা রয়েছে।

117 Views

আরও পড়ুন

কাপাসিয়ায় ইসলাম শিক্ষা শিক্ষক পরিষদের উদ্যোগে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

কক্সবাজারের ঈদগাহতে ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উদযাপন

জবিস্থ শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে সৌরভ – মনির

কাপাসিয়া প্রেসক্লাবের কারা নির্যাতিত সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটনকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা

দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জাতীয় ঐক্যমত্যের বিকল্প নেই–মিয়া গোলাম পরওয়ার

রাঙামাটির কাপ্তাই লেকে সাঁতার প্রতিযোগিতা সাড়ে ১৩ কিলোমিটার পথ পাড়ি দেবে

কাপাসিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

সরিষাবাড়ীতে ছাত্র ইউনিয়নের কাউন্সিলে হামলা, ডেইলি স্টারের সাংবাদিক আহত

লোহাগাড়ায় সেনা অভিযানে ২ জনের কাছে মিললো চোলাইমদ,গাঁজা, ও দেশীয় অস্ত্র

নাগরপুরে বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনের পুকুর পরিষ্কার অভিযান

লোহাগাড়ায় ছাত্রদল নেতা ফজলুর নেতৃত্বে শেখ হাসিনা ও তার দোসরদের বিচার ও ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ

কক্সবাজার জেলা জামায়াতের নতুন মজলিসে শূরা ও কর্মপরিষদ গঠিত