তাইবুর রহমান (সিলেট থেকে)ঃ
অনুসন্ধান কল্যান সোসাইটি সিলেট এর আহবায়ক কমিটির সদস্য ও শামীম মিয়া’র পিতা হাজী মোঃ হারিছ উল্লার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন সোসাইটির আহবায়কসহ নেতৃবৃন্ধরা।
অনুসন্ধান কল্যান সোসাইটি সিলেট এর আহবায়ক শেখ মোঃ লুৎফর রহমান ও সোসাইটির নেতৃবৃন্ধরা মরহুমের রুহের মাগফেরাত কামনা এবং তার শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
প্রসঙ্গত, গত বুধবার ৯ জুন রাত ৮টা ৫১ মিনিটের দিকে সদস্য শামীম মিয়া’র পিতা অসুস্থ অবস্থায় তার নিজ বাসায় মারা যান।
পরদিন ১০ জুন বৃহস্প্রতিবার জোহর এর নামাজ শেষে ২টা ১৫ মিনিটের সময় তিনির নিজ গ্রাম জগন্নাথপুর থানার শ্রীরামসি গ্রামে জানাযা অনুষ্টিত হয়।জানাযা শেষে মৃত হাজী মোঃ হারিছ উল্লার পারিবারিক খবর স্থানে দাফনের কাজ সম্পন্ন হয়েছে।
মৃত্যুকালে তিনির বয়স হয়েছিল ৮২ বছর। তিনি স্ত্রী, তিন ছেলে এক মেয়ে ও নাতি-নাতনি রেখে গেছেন।
এছাড়া, সদস্য সচিব মোঃ তাইবুর রহমান,সিনিয়র সদস্য রফিক উদ্দিন,মোঃ লুৎফুর রহমান শিকদার,সদস্য সৈয়দ মোহাদ্দিছ,শাহ মোর্শেদ,জুনেদ আহমেদ মেম্বার,শিহাব উদ্দিন,কাওছার আহমদ,শাহরিয়ার চৌধুরী সাব্বির,সোহেল আহমদ,মাওলানা আব্দুস ছালাম,ফজলুল কাদির চৌধুরী দিনাত,আহমেদ কোখন সহ সোসাইটির নেতৃবৃন্ধরা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।