ঢাকাবৃহস্পতিবার , ২৫ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ

শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা দক্ষিণ শাখার মানববন্ধন অনুষ্ঠিত।

প্রতিবেদক
নিউজ এডিটর
৮ জুন ২০২১, ৬:০২ পূর্বাহ্ণ

Link Copied!

মুহাম্মদ নূরে আলম, কুমিল্লা।

গতকাল ০৭ জুন’২১ সোমবার ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে যথাযথ সুরক্ষা নিশ্চিত পূর্বক সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ শাখার উদ্যোগে শাখা সভাপতি মুহাম্মাদ জিল্লুর রহমান-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন-এর সঞ্চালনায় লাকসাম বাইপাসে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইশা ছাত্র আন্দোলন কেন্দ্রীয় আলিয়া মাদরাসা সম্পাদক মুহাম্মাদ মনির হোসাইন। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড। অশিক্ষিত জাতি মেরুদণ্ডহীন প্রাণীর ন্যায়। সরকার পরিকল্পিতভাবে দীর্ঘদিন যাবত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখে বাংলাদেশকে একটি মেরুদণ্ডহীন জাতিতে পরিণত করার পায়তারা করছে। ধারাবাহিকভাবে অন্যান্য সেক্টর সমূহ খুলে দিলেও আজ প্রায় দেড় বছর যাবত শিক্ষাপ্রতিষ্ঠান সমূহ বন্ধ রাখছে। এভাবে ধারাবাহিকভাবে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখা মেরুদণ্ডহীন জাতি গঠনের চক্রান্তেরই অংশ।

তিনি আরো বলেন, সাম্প্রতিক সময়ে ২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট ঘোষণা হয়েছে। আমরা লক্ষ করছি, প্রতি বছরের ন্যায় এবারও বাজেটে শিক্ষা খাতে যথাযথ বরাদ্দ রাখা হয়নি। অথচ এই বছর দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার ফলে শিক্ষাব্যাস্থা হুমকির সম্মুখীন। এমতাবস্থায় শিক্ষা খাতে যথাযথ বাজেট প্রণয়নের দাবি জানাচ্ছি।

সভাপতির বক্তব্যে মুহাম্মাদ জিল্লুর রহমান বলেন, দীর্ঘদিন যাবত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকার কারণে ছাত্র-ছাত্রীরা বিপথে যাচ্ছে এবং মানসিকভাবেও বিপর্যস্ত হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকাকালীন সময়ে অসংখ্য শিক্ষার্থী আত্মহত্যা করেছে। এমতাবস্থায় ইশা ছাত্র আন্দোলন শিক্ষা প্রতিষ্ঠান খোলার দাবিতে ধারাবাহিক কর্মসূচি পালন করে আসছে। আমরা গত এক সপ্তাহব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি পালন করেছি এবং আগামী ১০ জুন’২১ সকল থানায় থানায় মানববন্ধন এবং ইউএনও বরাবর স্মারকলিপি প্রদান করা হবে। অনতিবিলম্বে সরকারকে যথাযথ সুরক্ষা নিশ্চিত পূর্বক সকল শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়ার জন্য জোর দাবি জানাচ্ছি।

উক্ত মানববন্ধনে আরো বক্তব্য প্রদান করেন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন কুমিল্লা দক্ষিণ শাখার সহ-সভাপতি আবু জাফর সালেহ। এতে উপস্থিত ছিলেন, ইশা ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা দক্ষিণ শাখার সাংগঠনিক সম্পাদক রশিদ আহমদ রায়হান, দাওয়াহ ও প্রশিক্ষণ সম্পাদক সালাহুদ্দীন শিহাব, তথ্য গবেষণা ও প্রচার সম্পাদক নূরে আলম, প্রকাশনা ও দফতর সম্পাদক ইউছুফ আলী, ক্বওমী মাদরাসা সম্পাদক আবুল কালাম, আলিয়া মাদরাসা সম্পাদক এনায়েতুল্লাহ, সাহিত্য ও সাংস্কৃতি সম্পাদক মাহবুবুর রহমান সহ থানা ও বিভিন্ন প্রতিষ্ঠান শাখার নেতৃবৃন্দ।

69 Views

আরও পড়ুন
পেকুয়ায় বনবিভাগকে ফাঁসাতে গভীর ষড়যন্ত্রে নেমেছেন বনদস্যুরা

পেকুয়ায় বনবিভাগকে ফাঁসাতে গভীর ষড়যন্ত্রে নেমেছেন বনদস্যুরা

কুতুব‌দিয়ার ইউ‌পি চেয়ারম্যান আজমগীর কারাগা‌রে

দোয়ারাবাজারে শিশু হত্যা মামলার আসামিসহ দুই ইয়াবা কারবারি গ্রেফতার

দীর্ঘ ৮ ঘন্টায় সিরাজগঞ্জ এক্সপ্রেস এর ঢাকায় ফেরা নিয়ে যাত্রীদের ক্ষোভ

এবার কুবির আরেক সহকারী প্রক্টরের পদত্যাগ

নাগরপুরে বীর মুক্তিযোদ্ধা আলমগীর হোসেন আলো এর দাফন সম্পন্ন

দোয়ারাবাজারে বালিউড়া বাজার ব্যবসায়ী কমিটির নির্বাচন সম্পন্ন

যৌথ-বাহিনীর কেএনএফ বিরোধী অভিযান বন্ধের দাবীতে রাঙামাটিতে ইউপিডিএফ’র অবরোধের ডাক

রাজশাহীতে আদালতে যাওয়ার পথে প্রতিপক্ষের হামলায় আহত দুই বোন

রামুতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের বাৎসরিক অগ্রগতি অবহিতকরন ও শিখন সভা সম্পন্ন।

হকনগর পানি ব্যবস্থাপনা সমবায় সমিতির সভাপতি আনোয়ার ভুইয়া, কোষাধ্যক্ষ আলম মিয়া

টঙ্গী’তে সালাতুল ইসতিস্কা বৃষ্টি প্রার্থনার নামাজ আদায়