ঢাকামঙ্গলবার , ১৬ এপ্রিল ২০২৪
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

স্বামী-স্ত্রী জোড়া খুনের প্রধান আসামিসহ পাঁচ আসামিই অধরা

প্রতিবেদক
নিউজ এডিটর
১১ মে ২০২১, ৪:৩২ পূর্বাহ্ণ

Link Copied!

নিজস্ব প্রতিবেদক:
স্বামী-স্ত্রী জোড়া খুনের প্রধান আসামিসহ পাঁচ আসামিই অধরা পাঁচ আসামি অধরাই রয়ে গেছে।,
নিহতরা হলেন- সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলার বেহেলী আলীপুর গ্রামের তাহের আলীর ছেলে আলমগীর হোসেন (৩২), তার স্ত্রী মূর্শেদা খাতুন (২৭)।
সোমবার সন্ধায় নিহতের পিতা, তাহের আলী বাদী হয়ে ৬ জনকে আসামি করে থানায় হত্যা মামলা দায়ের করেন।
এ হত্যা মামলায় উপজেলার বেহেলী আলীপুর গ্রামের প্রধান আসামি রাসেলের স্ত্রী বিলমা বেগম (২২) সোমবার সকালে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বাদ আসর গ্রামের স্কুলমাঠে হাজারো শোকাহত মুসুল্লীগণের অংশ গ্রহনে নামাজে জানাজা শেষে গ্রামের পঞ্চায়েতি কবরস্থানে নিহত আলমগীর- মুর্শেদা দম্প্রতিকে পাশাপাশী দাফন করা হয়।
সোমবার সন্ধায় জামালগঞ্জ থানার ওসি মো. সাইফুল ইসলাম এ তথ্য জানিয়ে বললেন,এ জোড়া খুনের ঘটনায় জড়িত সোমবার সন্ধা অবধি প্রধান আসামি সহ অন্য পাঁচ আসামির কাউকেই গ্রেফতার করা সম্ভব হয়নি।,
এরপুর্বে রবিবার রাত পৌনে ৮টা হতে সাড়ে ৮টার এ সময়ের মধ্যে উপজেলার বেহেলী আলীপুরে ঘটে যাওয়া জোড়া খুনের ঘটনায় পুরো জেলা জুড়ে শোকের পাশাপাশী প্রতিবাদের ঝড় বইছে।
নিহত দম্পতির পারিবারীক সুত্র জানায়, উপজেলার বেহেলী আলীপুর গ্রামে আলমগীর ও চাচাত ভাই রাসেল এ দুই পরিবারের শিশুদের মধ্যে রবিবার ইফতারের পুর্বে ঝাগড়ার জেরে ইফতার পরবর্তী সময়ে দুই পরিবারের মহিলাদের মধ্যে ঝাগড়াটি গড়ায়।
এদিকে রাত পৌনে ৮টা হতে সাড়ে ৮টার দিকে আলমগীর স্ত্রীকে সাথে নিয়ে নিজ বসতঘরে রাতের খাবার খেতে বসেন।
অপরদিকে শিশু ও মহিলাদের দু’দফা ঝাগড়াঝাটির জের ধরে সহযোগিদের নিয়ে চাচাত ভাই রাসেল তার স্ত্রীর উস্কানীতে ক্ষিপ্ত হয়ে আকস্মিক আলমগীরের ঘরের ভেতর প্রবেশ করে রাতের খাবার খাওয়া অবস্থায় আলমগীর ও তার স্ত্রী মোর্শেদা বেগমকে বিনা প্রতিরোধে একাধিকবার ছুরিকাঘাত করেন।
মা-বাবার রক্তার্থ নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখে আলমগীরের চার শিশু সন্তানের চিৎকার শুনে প্রতিবেশীরা এসে তাদেরকে রাতেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্্ের নিয়ে যান। পরে সেখানকার কতর্ব্যরত চিকিৎসক ছুরিকাঘাতে অতিরিক্ত রক্ষক্ষরণের মুখে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথেই এ দম্পতি মৃত্যু বরণ করেছেন বলে জানান।
সোমবার সকালে থানা পুলিশ দম্প্রতির মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন।।-১০.০৫.২১

ভিডিও কোড:
You sent Today at 11:50 PM
ভিডিও কোড সহ দেয়া হল। ভিডিও ফুটেজ নেট সমস্যার কারনে যাচ্ছে না বিধায় ফেইসবুক লিংক এর এ্যামবাড কোড সহ দেয়া হল। নিউজ আপলোড করলে এ্যামবাড কোড সংযুক্ত করলে পাঠক ভিডিও দেখতে পারবেন।

43 Views

আরও পড়ুন

নাগরপুরে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের শুভ উদ্বোধন

শেরপুরে প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা ও তার পরিবারকে হয়রানির প্রতিবাদে মানববন্ধন

সমগ্র মুসলিম বিশ্ব ফিলিস্তিনের স্বাধীনতা উদযাপন করবে–খামেনি

নোয়াখালীর দুই নাবিকের মুক্তিতে স্বস্তি পরিবারের মাঝে

প্রেম নিবেদন করে ব্যর্থ হয়ে কিশোরীকে ধর্ষণ, তরুণ গ্রেপ্তার

শার্শায় প্রশাসনের আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন

নাগরপুরে নাবিক সাব্বিরের মুক্তির খবর শুনে তার পরিবারে খুশির বন্যা বইছে।

নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে বাংলা নববর্ষ পালিত

ঈদসংখ্যার গুরুত্ব কি হারিয়ে যাচ্ছে?

যদুনাথ রি-ইউনিয়ন ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

টাঙ্গাইলের নাগরপুরে ৫ দিনব্যাপী ক্ষুদ্র কুটির শিল্প ও বৈশাখী মেলার শুভ উদ্বোধন