ঢাকাসোমবার , ১৮ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ

রংপুরে জমে উঠেছে ঈদের কেনাকাটা : তোয়াক্কা নেই স্বাস্থ্যবিধির

প্রতিবেদক
রংপুর ব্যুরো
৮ মে ২০২১, ৯:৫৭ অপরাহ্ণ

Link Copied!

রংপুর ব্যুরো:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে জমজমাট হয়ে উঠছে রংপুরের বাজার। করোনাভাইরাস রোধে নানা শর্তে মার্কেট খোলার অনুমতি দিলেও মানছেন না কেউই। করোনাভীতি উপেক্ষা করে ক্রেতাদের ঢল নেমেছে মার্কেটগুলোতে।

করোনার সংক্রমণ ঠেকাতে ‘নো মাস্ক নো সার্ভিস’ এবং স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানতে রংপুর মেট্রোপলিটন চেম্বার ব্যবসায়ীদের চিঠি দিলেও সে নির্দেশনা মানা হচ্ছে না। ঈদ যতই ঘনিয়ে আসছে মার্কেটগুলোতে বাড়ছে উপচে পড়া ভিড়।

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মেনে বিভিন্ন শপিংমল, মার্কেটসহ দোকানগুলোতে চলছে কেনাকাটা। মানুষের ভিড়ে তিল ধারণের জায়গা নেই শপিংমলগুলোতে।

করোনার সংক্রমণ ঠেকাতে ‘নো মাস্ক নো সার্ভিস’ এবং স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মানতে রংপুর মেট্রোপলিটন চেম্বার ব্যবসায়ীদের চিঠি দিলেও সে নির্দেশনা মানা হচ্ছে না। ঈদ যতই ঘনিয়ে আসছে মার্কেটগুলোতে বাড়ছে উপচে পড়া ভিড়।

শনিবার (০৮ মে)  রংপুরের জাহাজ কোম্পানি শপিং কমপ্লেক্স, সালেক মার্কেট, তালতলা রোড, হাড়িপট্টি রোড, সুপার মার্কেট, জেলা পরিষদ কমিউনিটি মার্কেট, এরশাদ হকার্স মার্কেট ঘুরে দেখা যায়, নানা বয়সী ক্রেতাদের ভিড়। পা ফেলার মতো জায়গা নেই কোথাও। কেনাকাটা করতে আসা ক্রেতাদের মধ্যে নারীর সংখ্যা বেশি। সঙ্গে রয়েছে শিশু-কিশোররাও।

মার্কেট বা বিপনীবিতানগুলো খুলতে সরকারের নির্দেশনায় বলা হয়, কঠোর স্বাস্থ্যবিধি মেনে শপিংমল কিংবা দোকানপাটে যাতায়াত করতে হবে। কিন্তু ঈদ আনন্দে কেনাকাটার তোড়জোড় বাড়ায় উধাও স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব।

সরেজমিনে দেখা গেছে, ক্রেতা ও বিক্রেতা একে অন্যের গায়ের সঙ্গে গা ঘেঁষে কাপড়, জুতা, টি-শার্টসহ বিভিন্ন ধরনের পণ্য বেচাকেনা করছেন। অনেকের মুখে নেই মাস্ক। আর থাকলেও তা থুতনিতে বা কানে ঝুলছে।

ব্যবসায়ীরা জানায়, এবারে অনেক দেরি করে কেনাকাটা শুরু হয়েছে। গত বছরের ঈদে করোনার কারণে খুব একটা কেনাকাটা হয়নি। বাজার দখল করেছে দেশীয় কাপড়। এছাড়া শিশুদের হরেক রকম পোশাকও বিক্রি হচ্ছে বেশি।

শিশুদের পোশাকের দাম অপেক্ষাকৃত বেশি। এছাড়াও জিন্স প্যান্ট, গ্যাবার্ডিন প্যান্টের পাশাপাশি কালার শার্ট ফুলশার্ট, চেক শার্ট, এক কালার শার্ট রয়েছে পছন্দের তালিকায়। টপ, স্কার্ট, ফ্রকও রয়েছে ছোটদের পছন্দের তালিকা। ছেলেদের পোশাকে হরেক রকমের বর্ণালী পাঞ্জাবির চাহিদাই এবার সর্বাধিক। এক রঙয়ের বা সাদা পাঞ্জাবির দিকে নজরই দিচ্ছে না ক্রেতারা।

জুতা ব্যবসায়ী আমজাদ বলেন, জুতার দোকানে ভিড় থাকলেও গতবারের মত বিক্রি নেই। এ কারণে জুতা ব্যবসায় লস হতে পারে। হাট বাজারগুলোতে রাস্তার দুই পাশ দিয়ে ফুটপাতের দোকানে মধ্যবিত্ত পরিবারের মানুষ কেনাকাটা করছে। তবে তারাও বলছে গতবারের চেয়ে এবারে দাম বেশি।

হাড়িপট্টি রোডের কাপড় ব্যবসায়ী এনামুল হক বলেন, ক্রেতার চাপে স্বাস্থ্যবিধি রক্ষা করা সম্ভব হচ্ছে না। মার্কেটের অবস্থা দেখে মনে হচ্ছে না করোনাকাল যাচ্ছে। এভাবে ক্রেতা আসলে রেকর্ডসংখ্যক বিক্রি হবে ও দীর্ঘদিন যে আর্থিক ক্ষতি হয়েছে তা কিছুটা পুষিয়ে নেয়া যাবে।

সালেক মার্কেটে নগরীর মুন্সিপাড়া এলাকার গৃহবধূ সালেহা বেগমের সঙ্গে সন্তানকে নিয়ে মার্কেটে আসার বিষয়ে জানতে চাইলে বলেন, ঝুঁকি আছে জানি। কিন্তু কিছু করার নেই। গত বছর ঈদে কিছু কেনাকাটা করতে পারিনি। এবার না করলেই নয়। আর বাসায় কেউ না থাকায় বাধ্য হয়ে তাকে সঙ্গে নিয়েই আসতে হয়েছে। একই চিত্র দেখা গেছে, সুপার মার্কেট ও জেলা পরিষদ কমিউনিটি মার্কেটসহ বিভিন্ন শপিংমলে।

রংপুর সুপার মার্কেটে আসা ক্রেতা শামীমা আক্তার বলেন, রিস্ক নিয়ে মার্কেটে এসেছি। শহরে থাকি, ঈদে গ্রামে যাবো। তাই স্বজনদের জন্য কিনতে হচ্ছে ও নিজের সন্তানদের জন্যও। করোনার ভয় তো আছে তবুও কিনতে হচ্ছে।

রংপুর মেট্রোপলিটন চেম্বারের প্রেসিডেন্ট রেজাউল ইসলাম মিলন বলেন, আমরা প্রত্যেক ব্যবসায়ীকে চিঠি দিয়েছি সরকারির বিধি নিষেধ মানতে। কিন্তু কেউ যদি সেটি না করে সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থাগুলোর ব্যবস্থা নেয়া উচিত।

রংপুর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মাহমুদুল হাসান মৃধা বলেন, মার্কেট বা শপিংমল খুলতে সরকারের নির্দেশনা রয়েছে। কেউ তা অমান্য করলে ব্যবস্থা নেয়া হবে। এছাড়াও নিয়মিত অভিযান পরিচালনা করছি, সেটি অব্যাহত থাকবে।

রাফিউল ইসলাম রাব্বি / নিউজ ভিশন ডেস্ক

68 Views

আরও পড়ুন

পাবনার হেমায়েতপুরে আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই গ্রুপে সংঘর্ষ : নিহত ১

কাপাসিয়ায় জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বিশাল শোভাযাত্রার আয়োজন

কাপাসিয়ায় ইসলাম শিক্ষা শিক্ষক পরিষদের উদ্যোগে সিরাতুন্নবী উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন

কক্সবাজারের ঈদগাহতে ফুলকুঁড়ি আসরের সুবর্ণজয়ন্তী উদযাপন

জবিস্থ শরীয়তপুর জেলা ছাত্রকল্যাণের নেতৃত্বে সৌরভ – মনির

কাপাসিয়া প্রেসক্লাবের কারা নির্যাতিত সাধারণ সম্পাদক অধ্যাপক শামসুল হুদা লিটনকে সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা

দেশকে ফ্যাসিবাদমুক্ত করতে জাতীয় ঐক্যমত্যের বিকল্প নেই–মিয়া গোলাম পরওয়ার

রাঙামাটির কাপ্তাই লেকে সাঁতার প্রতিযোগিতা সাড়ে ১৩ কিলোমিটার পথ পাড়ি দেবে

কাপাসিয়ায় সাংবাদিকদের সাথে বিএনপি নেতৃবৃন্দের মতবিনিময়

সরিষাবাড়ীতে ছাত্র ইউনিয়নের কাউন্সিলে হামলা, ডেইলি স্টারের সাংবাদিক আহত

লোহাগাড়ায় সেনা অভিযানে ২ জনের কাছে মিললো চোলাইমদ,গাঁজা, ও দেশীয় অস্ত্র

নাগরপুরে বিডি ক্লিন স্বেচ্ছাসেবী সংগঠনের পুকুর পরিষ্কার অভিযান