ঢাকাবুধবার , ২ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. আন্তর্জাতিক

শান্তিতে নোবেল জয়ী ইথিওপিয়ার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিক্ষোভে ১৬ জন নিহত

প্রতিবেদক
নিউজ এডিটর
২৬ অক্টোবর ২০১৯, ৩:১১ পূর্বাহ্ণ

Link Copied!

আন্তর্জাতিক ডেস্ক:

শান্তি নোবেল বিজয়ী ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদের বিরুদ্ধে বিক্ষোভে ১৬ জন নিহত হয়েছে। আবি আহমেদের এক সময়ের মিত্র জাওয়ার মোহাম্মদের সমর্থকেরা এক সপ্তাহ ধরে সরকারবিরোধী বিক্ষোভ চালিয়ে আসছে দেশটিতে। বিক্ষোভে নিরাপত্তা বাহিনী গুলি চালায় বলে অভিযোগ উঠেছে।

যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সূত্রে এ খবর জানায় তুরস্কের সংবাদমাধ্যম টিআরটি।

অ্যামনেস্টির গবেষক ফিসেহা তেকলে এএফপিকে জানায়, এখন পর্যন্ত আমরা ১৬ জন নিহত হওয়ার ব্যাপারে নিশ্চিত হয়েছি। তবে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে।

তিনি জানান, সরকার বিরোধী এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনী গুলি চালায়। তবে এখন এই বিক্ষোভ জাতিগত ও ধর্মীয় সংঘাতের দিকে রূপ নিচ্ছে।

ফিসেহা তেকলে বলেন, ‘কিছু মানুষ মারা গিয়েছে লাঠি ও ধারালো অস্ত্রের আঘাতে। গুলি করে হত্যার ঘটনাও ঘটেছে। কিছু ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে।’ এদিকে জাওয়ার মোহাম্মদ সহিংসতা বর্জনের জন্য মানুষের প্রতি আহ্বান জানান।

সরকারের প্রতি সমঝোতামূলক বক্তব্য দিয়ে তিনি বলেন, ‘এখন একে অপরের হত্যার সময় নয়’, তবে তার সমর্থকদের সতর্ক থাকার জন্য নির্দেশ দেন।

গত বছর আবি আহমেদের দেশটির ক্ষমতায় আসার পেছনে বড় ভূমিকা ছিল দেশের বৃহত্তম জাতিগোষ্ঠী ওরোমোর সংগঠক এবং মিডিয়া উদ্যোক্তা জাওয়ারের। আবি নিজেও একই জাতিগোষ্ঠীর নেতা।

তবে স্থানীয় নেতারা তাদের অঞ্চলের জন্য আরও বেশি সুযোগ-সুবিধা ও উন্নয়ন দাবি করে আসছে।

যদিও আবি আহমেদের অভিযোগ, একজন মিডিয়া ব্যক্তিত্ব জাতীয় ঐক্যের চেয়েও একটি জাতিগোষ্ঠীর স্বার্থকে বেশি গুরুত্ব দিচ্ছে।

প্রসঙ্গত, এ বছর শান্তিতে নোবেল পান প্রধানমন্ত্রী আবি আহমেদ। ইরিত্রিয়ার সঙ্গে শান্তি চুক্তির মাধ্যমে দুই দশকের দীর্ঘ সীমান্ত যুদ্ধ নিরসনে ভূমিকা রাখা তাকে এই স্বীকৃতি দেওয়া হয়।

266 Views

আরও পড়ুন

জুলাই আন্দোলন’ নিয়ে কটূক্তি: আলিম পরীক্ষার্থীকে পুলিশের হাতে সোপর্দ

পুলিশ ক্যাডারে প্রথম হলেন মৌলভীবাজারের শরীফ

দলের কঠিন মুহূর্তে সাহস ও নেতৃত্ব দিয়েছি, আমি মনোনয়ন প্রত্যাশী: মোস্তাফিজুর রহমান

মিসরে ৫ বাংলাদেশী শিক্ষার্থীর অনন্য অর্জন

চকরিয়া সরকারি হাসপাতালে প্রতিবন্ধী ও প্রতিবন্ধীর ঝুঁকিতে থাকা ব্যক্তিদের বিনামূল্যে ফিজিওথেরাপি প্রদান

রামুর কচ্ছপিয়ায় কৃষি উপকরণ বীজ- সার নারিকেল চারা বিতরণ কার্যক্রম সম্পন্ন

চট্টগ্রাম অঞ্চল জামায়াতের লিডারশিপ ট্রেনিংয়ে নেতৃবৃন্দরা

জুলাই : নতুন বাংলাদেশের অধরা স্বপ্ন !! খানিক মুক্তি জালিমের থাবা থেকে

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ