আব্দুল গফুর :
কি যে কষ্ট এই বুকটার ভিতর তা আমি কাউকে বুঁঝাতে পারবোনা। প্রতি রাতে চোখের জ্বলে সাগর হয়। কেউ দেখেনা আমার মনের বোবা কান্নার শব্দ। রাত যতই গভীর হয় চোখ দুটিতে যেন সুনামির বাঁধভাঙা ঢেউ শুরু হয়। আমার প্রহর গুলো শুধুই বেদনার স্রোতে ভেসে বেড়ায়। বড্ড ক্লান্ত আজ আমি মাগো,কেউ বুঁঝেনা..এ মনের কথা।
স্থির দৃষ্টি আকাশের নীল ভেদ করে প্রিয় ছোট ভাই আবুর মুখটি দেখতে মন চাই।
যেন থমকে দাঁড়িয়ে আছে সে মনের সময়টুকু।
দিক্বিদিক ছোটাছুটি করছে অশান্ত এই মন-
স্বজন হারিয়ে আজ ও আমি গভীর শোকগ্রস্ত।
মৃদু বাতাসে দোলে হৃদয়ে জমে থাকা দুঃখগুলো।
চার বছরে দুই স্বজনকে হারিয়ে আজ আমি খুবই ভারাক্রান্ত।সকলের কাছে,আমার গর্ভধারণী মা”ও আমার ছোট ভাইয়ের জন্য সবাই দোয়া চাই।
বিগত ৯ এপ্রিল ১৭ইং পরিবারের সবাইকে কাঁদিয়ে চলে যায় না ফেরার দেশে আবু,সে শোক কেটে না ওঠার আগেই গত ২০ আগস্ট ২০২০ইং চলে যায় আমার পবিত্র আত্মা আমার গর্ভধারণী”মা”
এ জীবনে বুঁঝি হয় তো আর দেখা হবেনা হারানো স্বজনদের প্রিয় মুখগুলো
বুকের ভিতর জ্বলতে থাকা আগুন-
বাতাসের তালে তালে বাড়ে কখনো নিভে যাবে কখনে শুধুই অজানা।ওগো মহান আল্লাহ সকল কবরবাসীকে তুমি জান্নাতুল ফেরদৌসের দান করুক।