রাফিউল ইসলাম (রাব্বি) রংপুর ব্যুরো:
রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছে গ্রামীণফোনের একটি টাওয়ার থেকে ৪৮টি ব্যাটারি চুরি হয়েছে। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত লিখিত কোনো অভিযোগ দেওয়া হয়নি।
মঙ্গলবার (৬ এপ্রিল) ভোরের যে কোনো এক সময় দুর্ধর্ষ চুরির এ ঘটনাটি নিশ্চিত করেছেন গ্রামীণফোনের রংপুরের ফিল্ড মেন্টেনেজ ইঞ্জিনিয়ার রুহুল আমিন।
তিনি বলেন, হারাগাছ পৌরসভার ডেলকোটারী গ্রামে গ্রামীণফোনের টাওয়ারের মেশিন রুমের স্টিলের দরজায় লাগানো ডিজিটাল তালা কেটে সংঘবদ্ধ একটি চক্র হাই পাওয়ারের ৪৮টি ব্যাটারি চুরি করে নিয়ে গেছে। সকাল ৮টার দিকে টাওয়ারে নেটওয়ার্ক ডাউন হয়। পরে সেখানে গিয়ে চুরির ঘটনাটি আমরা জানতে পারি।
স্থানীয় বাসিন্দাদের উদ্ধৃতি দিয়ে রুহুল আমিন আরও বলেন, একটি টিম প্রায় এ টাওয়ারে মেরামত করতে আসে। ওই টিমটি আজ মঙ্গলবারও ভোর আনুমানিক ৬ টার দিকে মাইক্রোবাস নিয়ে এসেছিল। এলাকাবাসী বলছে ওই টিমটি চুরির ঘটনা ঘটিয়েছেন। তবে আমরা নিশ্চিত না কারা এ ঘটনায় জড়িত। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করা হয়েছে।
গ্রামীণফোন রংপুর জোনাল ম্যানেজার গোলাম আরাফাত বলেন, হারাগাছে টাওয়ার থেকে ব্যাটারি চুরির ঘটনাটি ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এর সঙ্গে গ্রামীণফোনের কেউ জড়িত কীনা তা তদন্ত সাপেক্ষে জানা যাবে।
রংপুর মেট্রোপলিটন পুলিশের হারাগাছ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম ঢাকা পোস্টকে বলেন, বিষয়টি মৌখিকভাবে জানিয়েছে। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে।