ঢাকাশুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

তাহিরপুরে দুই সহোদরের মৃত্যুদন্ড: ১৩ আসামীর যাবজ্জীবন

প্রতিবেদক
admin
২৬ মার্চ ২০২১, ৬:৪২ পূর্বাহ্ণ

Link Copied!

স্টাফ রিপোর্টার, সুনামগঞ্জ :

বন্দুকের গুলিতে জোড়া খুনের দায়ে আদালত সুনামগঞ্জের তাহিরপুরে দুই সহোদরকে মৃত্যুদন্ড’র রায় প্রদান করেছেন।
একই মামলায় অপর ১৩ আসামীকে আদালত যাবজ্জীবন কারাদন্ড’র রায় প্রদান করেছেন।

মামলার বিচারকাজ চলাকালে ৯ আসামী মৃত্যু বরন করেন এবং অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর ১৩ আসামীকে আদালত বেখসুর খালাস প্রদান করেন।
বৃহস্পতিবার সুনামগঞ্জের অতিরিক্ত দায়রা জজ নুরুল আলম মোহাম্মদ নিপু এ রায় দেন।

মৃত্যুদন্ড প্রাপ্ত আসামীরা হলেন, উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের কামদেবপুর গ্রামের মৃত আব্দুর রহিমের ছেলে আবদুল হান্নান ওরফে যাত্রা মিয়া ও তারই সহোদর শামছুদ্দিন ওরফে শামছু মিয়া।

যাবজ্জীবন দন্ডপ্রাপ্ত আসামীরা হলেন-উপজেলার কামদেরপুর গ্রামের আবদুল মান্নান, ইনু মিয়া, রেনু মিয়া, হামদু মিয়া, আফজল মিয়া, জালাল উদ্দিন,আবদুল নূর, সবুজ মিয়া, বাবুল মিয়া, আলকাছ মিয়া, বাদল মিয়া, রহমত আলী ও মনু মিয়া।

বৃহস্পতিবার বিকেলে আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) সৈয়দ জিয়াউল ইসলাম মামলার রায় প্রদানের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০০০ সালের ১৮ মার্চ তাহিরপুর উপজেলার কামদেবপুর গ্রামে দু’পক্ষের লোকজনের মধ্যে গ্রাম্য আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে এক পক্ষের লোকজনের হাতে অন্য পক্ষের লোকজন হামলার শিকার হন।
পরদিন ১৯ মার্চ সকালে ওই ঘটনায় গ্রাম্য সালিসে যাবার পথে প্রতিপক্ষেi ছোড়া বন্দুকের গুলিতে গুলিবিদ্ধ হয়ে উপজেলার কামদেবপুর গ্রামের মৃত মফিউ উল্লাহ তালুকদারের ছেলে আরফান আলী ও মৃত মোজাফ্ফর তালুকদারের ছেলে মতিউর রহমান নিহত হন।

২০০০ সালের ১৯ মার্চ জোড়া খুনের ঘটনায় নিহতের আত্মীয় আতাউর রহমান থানায় ২৮ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
২০০১ সালের ৩১ মার্চ ওই মামলায় ৩৭ জনকে অভিযুক্ত করে মামলার তদন্তকারী অফিসার আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
মামলার দীর্ঘ শুনানি শেষে বৃহস্পতিবার আদালতের বিজ্ঞ বিচারক এ রায় ঘোষণা করেন।,

বাদী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট জহুর আলী ও অ্যাডভোকেট মো. কামাল হোসেন(৩) এবং আসামী পক্ষে মামলাটি পরিচালনা করেন অ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলন।

রায় প্রদানকালে দন্ডপ্রাপ্ত ও খালাসপ্রাপ্ত সকল আসামীদের আদালতে হাজির করা হয়।

আরও পড়ুন

চকরিয়ার ডুলাহাজারায় চেকপোস্টে ২০ হাজার ইয়াবাসহ পাচারকারী গ্রেফতার

নিম্নচাপে উত্তাল সাগর : সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

মধ্যরাতে বঙ্গোপসাগরে ভুমিকম্প

কক্সবাজারের নতুন ইউএনও মিস তানজিলা তাসনিম

‎শান্তিগঞ্জের আস্তমায় স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা ‎ ‎

‎শাল্লায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন,আলোচনাসভা ও পুরষ্কার বিতরণ ‎

১২ বছর পর মাস্টার্সের ফল প্রকাশ : সিজিপিএ ৪ পেয়ে প্রথম শিবির নেতা

কুবিতে বাংলা বিভাগের আয়োজনে প্রথম আন্তর্জাতিক সম্মেলন

সুনামগঞ্জ–৫ আসনে মনোনয়ন বঞ্চনা ঘিরে আলোচনা: নীরব মিজান চৌধুরীকে ঘিরে নতুন সমীকরণ?

গাইবান্ধার বোয়ালী ইউনিয়নে কাবিটা প্রকল্পের রাস্তা নির্মাণ কাজে অনিয়ম সিডিউল দেখতে চাওয়ায় সাংবাদিকের উপর হামলা

‎সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল বাসারের ইন্তেকাল,দাফন সম্পন্ন ‎ ‎

মাদারীপুরে নবাগত পুলিশ সুপার এহতেশামুল হকের যোগদান