কাপাসিয়া (গাজীপুর) থেকে শামসুল হুদা লিটনঃ
‘কাপাসিয়া দারুল উলুম মাদরাসা ও এতিমখানা’র উদ্যোগে খতমে কুরআন ও খতমে বোখারী উপলক্ষে ছাত্রদের মাঝে পাগড়ী প্রদান করা হয়েছে। এ উপলক্ষে গত ৩ মার্চ বুধবার বিকালে মাদরাসা প্রাঙ্গণে বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মাদরাসার মুহতামিম মাওলানা মাহমুদুল হাসান মারুফ জানান, প্রথম অধিবেশনে খতমে কুরআন ও খতমে বুখারী অনুষ্ঠানে পীর সাহেব দেওনা অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান চেীধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাবেক অতিরিক্ত সচিব আলহাজ¦ মোঃ আসমাউল হোসেন। অনুষ্ঠানে দরস প্রদান করেন শাইখুল হাদিস হযরাতুল আল্লামা মুফতি জাফর আহমাদ।
দ্বিতীয় অধিবেশনে দারুল উলুম এতিমখানা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুল কবির মাস্টারের সভাপতিত্বে প্রধান বক্তা ছিলেন লতিফপুর জামিয়া উলুমে শরিয়াহ্র মুহতামিম হযরত মাওলানা আশেকে মোস্তফা, হযরত মাওলানা মুফতি নুরুল ইসলাম, হযরত মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, হযরত মাওলানা আনোয়ার হোসেন নাটোরী, হযরত মাওলানা মোশাহিদ আহমাদ উজিরপুরী, হযরত মাওলানা মুফতি জাহাঙ্গীর হোসাইন কাসেমী, হযরত মাওলানা মুফতি সানাউল্লাহ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ মুহম্মদ শহীদুল্লাহ। উদ্বোধক ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ আমানত হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান প্রধান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ¦ মোঃ আসাদুজ্জামান আসাদ, সদর ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন প্রধান।
এবছর ‘কাপাসিয়া দারুল উলুম মাদরাসা ও এতিমখানা’ থেকে ৯ জন ছাত্র কুরআনে হাফেজ এবং ১৩ জন ছাত্র মাওলানা হিসাবে পাগড়ী গ্রহন করেছেন। বার্ষিক ওয়াজ মাহফিলের সার্বিক সহযোগিতায় ছিলেন দারুল উলুম মাদরাসা পরিচালনা পরিষদের সভাপতি মফিজউদ্দিন, কমিটির সদস্য তইয়ুবুর রহমান, আলাউদ্দিন, সোলায়মান মেম্বার, ওয়ালি উল্লাহ, মাওলানা আশরাফ আলী, কারী ফাইজুল্লাহ প্রমূখ।