হাসিবুল হাসান||
স্বরূপকাঠির বাররা গ্রামে বাবা মা ছাড়া শিশুটি নানীর কাছে থাকে। নানা জীবিত নেই, নেই কোনো মামা। সুপারি টোকানোর অপরাধে সুপারি গাছের সাথে হাত পা বেধে শিশুটির মাথা ন্যারা করে দিয়েছে একই বাড়ির মহিলা মেম্বরের বোনের ছেলে অপু ও মেম্বরের ভাবী আনোয়ারা।সুটিয়াকাঠি ইউনিয়ন পরিষদে লোক দেখানো শালিশ বৈঠকে শহিদ মেম্বর ও হোসনেআরা মেম্বর শিশু নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার না হয়ে সাদা কাগজে স্বাক্ষর রেখে হুলিয়া জারি করেছেন শিশুটির নানী ও খালুর উপর ছেলেকে এ এলাকা থেকে বিতারিত করার।