মিরসরাই থেকে ছামির আলী:
হযরত শাহ সূফী নূর মোহাম্মদ নিজামপুরী (রহঃ) ইসালে সাওয়াব ও বার্ষিক মাহফিল আগামী ২৮ অক্টোবর অনুষ্ঠিত হবে।
মাহফিল উপলক্ষে সকাল সাতটায় খতমে কুরআন, খতমে তাহলীল ও অন্যান্য খতমাতের আয়োজন করা হয়েছে। বাদ জোহর হতে আগত ওলামায়ে কেরামের ওয়াজ নসিহত এবং হযরত শাহ সুফি নূর মোহাম্মদ নিজামপুরী (রহঃ) এর জীবনীর উপর আলোচনা করা হবে।
বাদ মাগরিব জিকির-আজকার, মিলাদ শরীফ এবং আখেরি মোনাজাত অনুষ্ঠিত হবে। বাদ এশা তবারক বিতরণ করা হবে।
হযরত শাহ সূফী নূর মোহাম্মদ নিজামপুরী (রহঃ) মাজারের সভাপতি আলহাজ্ব আজহারুল হক চৌধুরী নওশা মিয়া বলেন, প্রত্যেক বছরের ন্যায় এবারও মাহফিল সফল করার জন্য সকল প্রস্তুতি নেওয়া হয়েছে। ঈসালে সাওয়াব ও বার্ষিক মাহফিলে প্রখ্যাত আলেমগণ কোরআন হাদিসের আলোকে ওয়াশ নসীহত করবেন।ধর্মপ্রাণ সকল মুসলমানকে মাহফিলে উপস্থিত হওয়ার জন্য তিনি আহ্বান জানান।
হযরত শাহ সূফী নূর মোহাম্মদ নিজামপুরী সম্পর্কে জাতে ক্লিক করুন – http://www.sufifatehaliwaisi.org/index.php/jibony-5