এম এ মোতালিব ভুঁইয়া :
সুনামগঞ্জে বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ, বিয়ার, জীবন বিড়ি, কয়লা এবং বারকী নৌকা আটক করা হয়েছে।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এর অধীনস্থ তাহিরপুর উপজেলার চানপুর বিওপির টহল দল বুধবার ( ২৩ অক্টোবর)সকালে সীমান্ত পিলার ১২০১/৭-এস এর নিকট হতে আনুমানিক ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৪ নং বড়দল ইউনিয়নের রাজাই নামক স্থান হতে ৯৬ বোতল ভারতীয় মদ, ২৪ ক্যান ভারতীয় বিয়ার এবং ৬,০০০ পিস জীবন বিড়ি আটক করে, যার বিজিবির সিজার মূল্য ১,৬০,২০০/- টাকা।
অন্যদিক লাউরগড় বিওপির টহল দল বুধবার( ২৩ অক্টোবর) ভোরে সীমান্ত পিলার ১২০৩/১-এস এর নিকট হতে আনুমানিক ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ৫ নং বাধাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ১০০০ কেজি ভারতীয় কয়লা এবং ০২টি বারকী নৌকা আটক করে, যার বিজিবির সিজার মূল্য ১,১৩,০০০/- টাকা।
এদিকে টেকেরঘাট বিওপির টহল দল মঙ্গলবার(২২ অক্টোবর) গভীর রাতে সীমান্ত মেইন পিলার ১১৯৮ এর নিকট হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে তাহিরপুর উপজেলাধীন ১ নং উত্তর শ্রীপুর ইউনিয়নের লাকমা নামক স্থান হতে ৭০০ কেজি ভারতীয় কয়লা আটক করে, যার বিজিবির সিজার মূল্য ৯,১০০/- টাকা।
সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি)পরিচালক অধিনায়ক মোঃমাকসুদুল আলম জানান, আটককৃত ভারতীয় কয়লা এবং বারকী নৌকা শুল্ক কার্যালয় এবং মদ, বিয়ার ও জীবন বিড়ি মাদকদ্রব্য নিয়ন্ত্রন কার্যালয়, সুনামগঞ্জে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন।