রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার, রংপুর:
রংপুরের মিঠাপুকুরে নিখোঁজের চারদিন পর পুকুর থেকে ভাসমান অবস্থায় শাহানা বেগম (২০) নামে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ (২২ অক্টোবর) মঙ্গলবার দুপুরে মিঠাপুকুর উপজেলার ইমাদপুর ইউনিয়নের রহমতপুর বাজার এলাকার একটি পুকুর থেকে শাহানা বেগমের লাশটি উদ্ধার করা হয়।নিহত শাহানা বেগম রহমতপুর গ্রামের শহিদুল ইসলামের মেয়ে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে- শাহানা বেগম গত (১৮ অক্টোবর) শনিবার সকালে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন। বিভিন্নস্থানে খোঁজাখুজি করেও তার সন্ধান পাওয়া যায়নি।
আজ মঙ্গলবার দুপুরে এলাকাবাসী গ্রামের একটি পুকুরে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পায়।লাশটি শাহানা বেগমের বলে সনাক্ত করেন এলাকাবাসী। শাহানা বেগমের বাবা শহিদুল ইসলাম বলেন, আমার মেয়েকে ধর্ষণের পর হত্যা করে লাশ পুকুরে ফেলা হয়েছে।আমি আমার মেয়ের হত্যাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানাচ্ছি।
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী বিশ্বাস বলেন – এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর প্রকৃত কারণ জানা যাবে।