মো.সাইফুল ইসলাম(ভোলা প্রতিনিধি):-
ভোলা জেলা পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সারের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) সকালে ভোলা সদর মডেল থানায় তিনি একটি জিডি করেছেন।
জেলা পুলিশের ফেইসবুক পেইজে এক বার্তার মাধ্যমে জেলা পুলিশের তরফ থেকে সবার উদ্দেশে জানায়, ‘পুলিশ সুপার ভোলা জনাব সরকার মোহাম্মদ কায়সারের ব্যক্তিগত ফেসবুক আইডি হ্যাক হয়েছে। তার আইডি থেকে কোনা কিছু লেখা, পোস্ট বা ছবি আপলোড হলে সেটা তার ব্যক্তিগত নয়।’
এ দিকে দুইদিন পরে আজ ভোলার সদর রোডের পরিবেশ কিছুটা শান্ত হলেও বোরহানউদ্দিনে এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। ওই জেলায় পুলিশি হয়রানির ভয়ে অনেকেই এলাকা ছেড়ে অন্যত্র অবস্থান করছেন। এ দিকে বিকালে ভোলায় সর্বদলীয় মুসলিম ঐক্য পরিষদের বিক্ষোভ কর্মসূচি থাকায় সতর্ক অবস্থায় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। শহর জুড়ে মোতায়েন রয়েছে পুলিশের পাশাপাশি RAB ও বিজিবি।