স্টাফ রিপোর্টারঃ
সুনামগঞ্জের ছাতক উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দের উদ্যোগে, তাহিরপুরে গাছের সাথে বেঁধে সাংবাদিক কামাল হোসেন রাফিকে নির্যাতনের প্রতিবাদে, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানবন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেল ২ঘটিকায় গোবিন্দগঞ্জ ট্রাফিক পয়েন্টে জাতীয় কাব্যকথা সাহিত্য পরিষদের প্রতিষ্টাতা সভাপতি ও দৈনিক যুগান্তর পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি আনোয়ার হোসেন রনি’র সভাপত্বিতে, কবি সাংবাদিক আজিজুর রহমান মাষ্টারের পরিচালনায় অনুষ্টিত মানবন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন, দৈনিক সমকালের ছাতক উপজেলা প্রতিনিধি শাহ আক্তারুজ্জামান, মোহনা টেলিভিশনের ছাতক উপজেলা প্রতিনিধি মাহমুদ আহমদ, দৈনিক ঢাকা প্রতিদিনের সুনামগঞ্জ জেলা প্রতিনিধি শামীম আহমদ তালুকদার, দৈনিক আমাদের সময় পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি সাকির আমীন,দৈনিক ভোরের ডাক ছাতক উপজেলা প্রতিনিধি জাহাঙ্গীর আলম চৌধুরী দৈনিক সরজমিন ছাতক উপজেলা প্রতিনিধি ফজল উদ্দীন, দৈনিক গণমুক্তি ছাতক উপজেলা প্রতিনিধি অলিউর রহমান, দৈনিক প্রভাত বেলার ছাতক উপজেলা প্রতিনিধি জুনেদ আহমদ রুনু, দৈনিক প্রতিদিনের চিত্র পত্রিকার ছাতক উপজেলা প্রতিনিধি হাসান আহমদ, সিলেট টাইমস ছাতক উপজেলা প্রতিনিধি মোশারফ হোসেন, দৈনিক সিলেটের খবরের ছাতক উপজেলা প্রতিনিধি তানভীর আহমদ জাকির, দৈনিক আমাদের ফোরামের সহবার্তা সম্পাদক খালেদ আহমদ, গনমুক্তির ফটোগ্রাফার ফয়ছল আহমদ,দৈনিক প্রভাত বেলার দক্ষিণ ছাতক প্রতিনিধি হেলাল মাহমুদ, দৈনিক লাল সবুজের সিলেট সদর প্রতিনিধি আক্তার হোসেন, ছাতক টু সুনামগঞ্জ চ্যানেলের এ আর সায়েমসহ প্রমুখ।