ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

২য় টিসিবিডি ইনফরমেটিভ অলিম্পিয়াড-১৯ আঞ্চলিক পর্যায়: ঝালকাঠিতে অনুষ্ঠিত

প্রতিবেদক
নিউজ এডিটর
২২ অক্টোবর ২০১৯, ১:৫৫ পূর্বাহ্ণ

Link Copied!

-জসীম উদ্দীন :

সৃজনশীলতায় এগিয়ে যাও, জ্ঞানের আলো ছড়িয়ে দাও’ স্লোগানে ঝালকাঠিতে অনুষ্ঠিত হয়েছে ‘২য় টিসিবিডি ইনফরমেটিভ অলিম্পিয়াড-২০১৯’ এর আঞ্চলিক পর্যায়। থিঙ্কিং চেঞ্জ বাংলাদেশ (টিসিবিডি)’র আয়োজনে শুক্রবার (১৮ অক্টোবর’১৯) ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে। সহযোগিতায় ছিল বরিশাল ডিবেট অ্যাসোসিয়েশন (বিডিএ)। অনুষ্ঠানে শিক্ষার্থীদের মেধা যাচাই, তাদের এককালীন শিক্ষাবৃত্তি প্রদান, মেধাবীদের মধ্যে ট্রফি, মেডেল, শিক্ষা উপকরণ ও সার্টিফিকেট বিতরণ; প্রতিভাবানদের সম্মাননা প্রদান, প্রদর্শনী বিতর্ক, আলোচনা সভা ও আনন্দানুষ্ঠান অন্তর্ভূক্ত ছিল।


ঝালকাঠির অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আরিফুল ইসলাম অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। টিসিবিডির চেয়ারম্যান মোসাদ্দেক বিল্লাহ হাসিব সভাপতিত্বে জেলা শিক্ষা অফিসার মোহম্মদ ছিদ্দিকুর রহমান খান, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহমুদা জাহান, টেলিভিশন সাংবাদিক সমিতির সভাপতি হেমায়েত উদ্দিন হিমু, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার ডক্টর বাহাউদ্দিন গোলাপ, ঝালকাঠি সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক ডক্টর মোঃ শামীম আহসান, নাগরিক উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মাইনুল হোসেন মৃধা, ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের আঞ্চলিক সমন্বয়কারী দিপু হাফিজুর রহমান, প্রাইম নেটের ডেপুটি ম্যানেজার মুজবা আহমেদ মাহাদি ছিলেন বিশেষ অতিথি। এছাড়া অন্যদের মধ্যে বরিশাল ডিবেট অ্যাসোসিয়েশনের মহাসচিব মেহেদী হাসান শুভ, অলিম্পিয়াড কমিটির কনভেনর সাকিবুর রহমান ও কো-কনভেনর সালমা আক্তার প্রমুখ আলোচনায় অংশ নেয়। ঝালকাঠি ও বরিশালের বিশিষ্টজনরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে টিসিবিডি উইমেন ইয়ুথ আইকন সম্মাননা দেয়া হয় নাজনিন সুলতানা কে। টিসিবিডি ইয়ুথ আইকন সম্মাননা দেয়া হয় মিশাল বিন সলিম কে ও ‘টিন আইকন’ হিসেবে সম্মাননা প্রদান করা হয় ঝালকাঠি সরকারি হরচন্দ্র বালিকা উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণীর ছাত্রী বুশরা হককে। অন্যদিকে, অলিম্পিয়াডের প্রথম পর্বে ৪৭টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এক হাজার আট শত ছাত্রছাত্রী অংশ নেয়। চুড়ান্ত পর্বে আসার সুযোগ পায় তিন শতাধিক শিক্ষার্থী। এরমধ্যে আট জনকে শিক্ষাবৃত্তি চেক প্রদান করা হয় ও ৫০ জনকে মেধাবী পুরস্কার দেয়া হয়। অতিথিরা সংশ্লিষ্টদের হাতে পুরস্কার তুলে দেন।

235 Views

আরও পড়ুন

ঐতিহাসিক বটতলার হামদ নাতের আসর শেষে শিক্ষার্থীরা পেলেন বই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া বমুবিলছড়িতে মৎস্যর সচেতনতা সভা ও ভিজিএফ বিতরণ

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে হবে – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া

স্ক্যাবিস: এক নীরব মহামারী

দলীয় প্রধানরা লড়তে পারেন যেসব আসনে

দিয়ারা সেটেলমেন্ট পেশকারের প্রকাশ্যে ঘুস লেনদেনে নামে মাত্র বদলি জনমনে ক্ষোভ,
শীগ্রই প্রজ্ঞানন্দ ও আলমগীরের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

হকি খেলতে চীনে যাচ্ছেন শান্তিগঞ্জের নাদিরা তালুকদার ইমা

শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার : আটক-১

শিক্ষার আলোকবর্তিকা মরহুম মোঃ আব্দুল মজিদের স্মরণসভা