ঢাকামঙ্গলবার , ১ জুলাই ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

দোয়ারায় গোপীনগর নতুননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনে ফাটল ঝুঁকিপূর্ণ ভবনে চলছে ক্লাস

প্রতিবেদক
নিউজ এডিটর
২১ অক্টোবর ২০১৯, ৬:৫৬ অপরাহ্ণ

Link Copied!

এম এ মোতালিব ভুঁইয়া :
দোয়ারাবাজার উপজেলার ৫নং পান্ডারগাও ইউনিয়নের গোপীনগর নতুননগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদে ফাটল দেখা দিয়েছে। এ নিয়ে শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবক ও সচেতন মহলের মধ্যে আতঙ্কের শেষ নেই।

সরেজমিনে দেখা যায়, ১৯৭৪ সালে গোপীনগর নতুননগর প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠা হয়। বিদ্যালয়ে বর্তমানে ৩৯৫ জন শিক্ষার্থী রয়েছে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১৯৯৩-৯৪ অর্থ বছরে নির্মিত একতলা বিশিষ্ট ভবনটির ভিতরে ও বাইরের ছাদে ফাটল দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে ফাটল দেখা দিলেও বর্তমানে তা মারাত্মক আকার ধারন করেছে। যার ফলে লোহার রড দেখা যাচ্ছে। যে কোন মুহূর্তে বড় ধরনের দূর্ঘটনা ঘটার আশংকায় রয়েছে শিক্ষক, শিক্ষার্থী সহ অভিভাবক ও সচেতন মহল।

৫ম শ্রেণির এক ছাত্রী জানান, স্কুলের ছাদ থেকে চাল্লা চাল্লা প্লাষ্টারা খসে পড়ছে। ক্লাস করতে আমাদের সব সময় ভয়ে ভয়ে থাকে হয়। অভিভাবকরা বলেন, ভবনে যে অবস্থা তাতে যে কোনো সময় একটা বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে। বাধ্য হয়ে সে ঝুঁকিপূর্ণ ভবনে ক্লাস করছে।

প্রধান শিক্ষক ফারুক মিয়া বলেন, দীর্ঘ দিন ধরে এমন অবস্থার কারনে আমরা অনেক আতংকে থাকি। ফাটল কৃত এই ভবনটি থেকে আমরা সকলে সতর্ক অবস্থানে থাকার চেষ্টা করি। কর্তৃপক্ষ কে জানানোর পরে ইতিমধ্যে তারা স্কুল পরিদর্শন করে মাপ-জোক করে নিয়ে গেছে। আশা করি অতি দ্রুত একটা সু- সংবাদ পাব।
প্রধান শিক্ষক আরও বলেন, ‘বিদ্যালয়টিতে ৩৯৫ জন শিক্ষার্থী পড়াশোনা করে। এসব শিক্ষার্থীদের জন্য পাঁচটি কক্ষ প্রয়োজন, কিন্তু সেখানে মাত্র ৩টি কক্ষ রয়েছে। অফিস কক্ষ রয়েছে একটি। দুটি টয়লেট থাকলেও নাই পানির ব্যবস্থা । পানি পানের জন্য অন্যের বাড়ীতে যেতে হয় সংশ্লিষ্ট বিভাগে এ বিষয়ে লিখিত অভিযোগ করা হয়েছে বলেও জানান তিনি।

স্কুল পরিচালনা কমিটির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল ওয়াহিদ জানান, ২০১৩ সালে বিদ্যালয়টি জাতীয়করণ করা হয়েছে। কিন্তু এখনও উন্নয়নের কোনও ছোয়া লাগেনি। বিদ্যালয়টিতে বাউন্ডারি প্রাচীর নেই, প্রয়োজনীয় সংখ্যক ক্লাসরুম নেই,পানি পানের টিউবওয়েল নাই। কতৃপক্ষের সু দৃষ্টি কামনা করি।

দোয়ারাবাজার উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার অনুকুল চন্দ্র দাস বলেন, আমরা ইতিমধ্যে বিদ্যালয় পরিদর্শন করেছি। ভবনটি সত্যিই ঝুঁকিপূর্ণ।ঝুঁকিপূর্ন ভবনের ছবি সহ প্রতিবেদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জমা দেওয়া হয়েছে। আশা করছি অতি শীঘ্রই একটা ফলাফল পাব।
এলাকার শিক্ষানুরাগী সচেতন মহল
কোন বড় ধরনের দূর্ঘটনা ঘটার আগে এই ব্যাপারে দোয়ারাবাজার উপজেলা নির্বাহী অফিসার, সংসদ সদস্য সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কে বিষয়টি অতিদ্রত পদক্ষেপ নেওয়ার জন্য দাবী জানিয়েছে।

221 Views

আরও পড়ুন

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ৭৬ কোটি ১০ লাখ টাকার বাজেট পাশ

মানসিক ভারসাম্যহীন যুবতী ধর্ষণের শিকার, এলাকায় উত্তেজনা

পটিয়ায় চাপড়া প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

চকরিয়া বমুবিলছড়িতে মৎস্যর সচেতনতা সভা ও ভিজিএফ বিতরণ

ওআইসিভুক্ত দেশগুলোকে ইসলামোফোবিয়ার বিরুদ্ধে বিশ্বব্যাপী সোচ্চার হতে হবে – যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ভূইয়া

স্ক্যাবিস: এক নীরব মহামারী

দলীয় প্রধানরা লড়তে পারেন যেসব আসনে

দিয়ারা সেটেলমেন্ট পেশকারের প্রকাশ্যে ঘুস লেনদেনে নামে মাত্র বদলি জনমনে ক্ষোভ,
শীগ্রই প্রজ্ঞানন্দ ও আলমগীরের বিরুদ্ধে স্থায়ী ব্যবস্থা নেয়া হবে উপসচিব মোহাম্মদ আবদুল্লাহ আল মাহমুদ জামান

হকি খেলতে চীনে যাচ্ছেন শান্তিগঞ্জের নাদিরা তালুকদার ইমা

শেরপুরে ইউনাইটেড হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার : আটক-১

শিক্ষার আলোকবর্তিকা মরহুম মোঃ আব্দুল মজিদের স্মরণসভা

দোয়ারাবাজারে আ:লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে প্রবাসীর জমি দখলের অভিযোগ