অলিউর রহমান,স্টাফ রিপোর্টারঃ
ছাতকে ডাঃমঈন উদ্দিন স্মৃতি সংসদের কার্যকরী পরিষদের জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গোবিন্দগঞ্জ রেলগেটস্থ মরহুম হাজি জবর আলী মার্কেটে অনুষ্ঠিত হয়।
উত্তর খুরমা ইউনিয়নের চেয়ারম্যান স্মৃতি সংসদের সভাপতি বিল্লাল আহমদের সভাপতিত্বে ও সাধারণ সসম্পাদক আবুল কাসেম ফজলুল হক এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, ডাঃমঈন উদ্দিন স্মৃতি সংসদের সিনিয়র সহ-সভাপতি মুজাহিদুর রহমান হীরা, মুশাহিদ আলী, কবির আহমদ, কৃপেশ চন্দ,
যুগ্ম সম্পাদক মাওলানা কামাল উদ্দিন, ছাইম উদ্দিন, সাংগঠনিক সম্পাদক অলিউর রহমান, আল আমিন, নজিবুর রহমান মুহেল, কোষাধ্যক্ষ আজিজুল হক জাহাঙ্গীর, সহ কোষাধক্ষ্য ফয়সাল আহমেদ, দপ্তর সম্পাদক আব্দুল ওয়াহিদ, সহ দপ্তর সম্পাদক আবু সুফিয়ান, আইন সম্পাদক রুহুল আমিন মানিক, সমাজকল্যাণ সম্পাদক রকিবুর রহমান প্রমুখ।
সভায় আগামী ফেব্রুয়ারির প্রথম সাপ্তাহে ডাঃ মইন উদ্দিনের স্মৃতিতে ‘হৃদয়ে ডাঃ মইন’ ম্যাগাজিন এর মোড়ক উন্মোচনের স্বিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ডাঃ মইন উদ্দিনের কবরের রাস্তা পাকাকরনের জন্য সংসদ সদস্য মুহিবুর রহমান মানিকের পক্ষ থেকে ১লক্ষ টাকা অনুদান প্রদান করবেন বলে জানানো হয়।