এস.এম.মাঈনুল হক :
আসন্ন ভর্তি পরীক্ষাকে সামনে রেখে ২০ শে অক্টোবর রবিবার নোবিপ্রবি পার্ক ক্যাফেটেরিয়ায় ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট এসোসিয়েশনের আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় ভর্তি পরীক্ষার্থীদের যাতে কোন রকম অসুবিধা না হয় সেই সকল বিষয় নিয়ে আলোচনা হয়।
আলোচিত ও গৃহীত সিদ্ধান্ত সমুহ হচ্ছে —
১) ভর্তি পরীক্ষার সময় প্রতিটি কেন্দ্রের সামনে ব্রাহ্মণবাড়িয়ার স্টুডেন্টদের নাম ও নাম্বার সহ পোস্টার থাকবে, যেন যেকোন সমস্যায় পরীক্ষার্থীর কল করে সাহায্য নিতে পারে।
২। ভর্তি পরীক্ষার্থীদের জন্য বিভিন্ন কেন্দ্রে প্রায় ১০০-১৫০ জন ভলান্টিয়ার থাকবে। যাতে তাদের যেকোন সমস্যায় সহযোগিতা করতে পারে।
৩। পরীক্ষার্থীদের থাকার খাওয়ার ব্যবস্থাও করা হবে।
তাছাড়া ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট এসোসিয়েশনের পক্ষ থেকে নিবাস দেব বলেন,ব্রাহ্মণবাড়িয়ার এবং দেশের বিভিন্ন জায়গা থেকে যে ছোট ভাই বোনেরা পরীক্ষা দিতে আসবে তাদের যেকোন সমস্যা সমাধানে আমরা পাশে থাকব।