বাপ্পী রাম রায়
সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে দিনে-দুপুরে বাড়ীতে-হামলা চালিয়ে মারপিট,ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ ৩ জনকে গ্রেফতার করেছে। ঘটনাটি উপজেলার ধুবনী গ্রামে ঘটেছে।
মামলা সূত্রে জানা গেছে, গত শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে মোটর সাইকেল যোগে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল উপজেলার খামার ধুবনী গ্রামের মৃত আছর উদ্দিন আকন্দের ছেলে আবু বক্কর সিদ্দিকের বাড়িতে অনধিকার প্রবেশ করে হামলা চালিয়ে বাড়ির লোকদের মারপিট করে। এতে ৪/৫ জন আহত হয়। এছাড়াও মহিলাদের শ্লীলতাহানী করে আসবাবপত্র ভাঙচুর করে। এরপর ভয়-ভীতি ও হুমকী প্রদর্শন করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুট-পাট করে নেয়। ওই সময় বাড়ির লোকজনের চিৎকারে স্থানীয় জনতা এগিয়ে গিয়ে বাড়িটি ঘিরে ফেলে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে কঞ্চিবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেফতার করলেও বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়। এ সময় পুলিশ হামলাকারীদের ব্যবহৃত ৪টি মোটর সাইকেল জব্দ করে।
গ্রেফতারকৃতরা হলেন ধুবনী কঞ্চিবাড়ী গ্রামের গোলাম রব্বানীর ছেলে এমিল সাদেকীন (২৭), মৃত-আব্দুর রহমানের ছেলে সবুজ মিয়া (২১) ও হায়দার আলীর ছেলে বেলাল হোসেন (২০)। হামলায় আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় আবু বক্কর সিদ্দিক বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন।
থানা অফিসার ইনচার্জ এসএম আব্দুস ছোবাহান জানান এ ঘটনায় থানায় মামলা হয়েছে।গ্রেফতারকৃত আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে এবং বাকি আসামীদের গ্রেফতারের জোর তৎপরতা চালানো হচ্ছে।