ঢাকামঙ্গলবার , ১৮ মার্চ ২০২৫
  1. সর্বশেষ
  2. রাজনীতি

দোয়ারায় নদী ভাঙ্গন রোধে ২ শত কোটি টাকার কাজের উদ্বোধন

প্রতিবেদক
নিউজ ভিশন
৫ জানুয়ারি ২০২১, ১০:২৯ অপরাহ্ণ

Link Copied!

এম এ মোতালিব ভুঁইয়া :
ছাতকে সুরমা নদীর ভাঙন রোধে ১৯১ কোটি ৬৭ লাখ টাকা ব্যয়ে সাড়ে তিন কিলোমিটার নদীর তীর সংরক্ষণের কাজ শুরু হয়েছে। ২০২৩ সাল নাগাদ এই কাজ সম্পন্ন হবে। এছাড়া সুরমা নদীর ১৮ কিলোমিটার নদীর ড্রেজিং এর কাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক।

মঙ্গলবার বিকালে দোয়ারাবাজার উপজেলা পরিষদ চত্বরে পাউবো আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মুহিবুর রহমান মানিক আরও বলেন, খালেদা জিয়া ছাতকের সুরমা নদীতে দুই পাড়ে দুটি খাম্বা স্থাপন করে সেতু নির্মাণের নাটক করেছিলেন। উদ্দেশ্য ছিল নির্বাচনী বৈতরণী পার হওয়ার। কিন্তু ছাতক-দোয়ারাবাজারবাসীকে ধোঁকা দিয়ে তিনি ভোটের রাজনীতি করেছেন। আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসে সেতুর ডিজাইন পরিবর্তন করে সেতুর কাজ শুরু করে। আগামী ফেব্রুয়ারির মধ্যে সেতুর কাজ সম্পন্ন হবে এবং জুন মাসে সেতু উদ্বোধন করা হবে।

আওয়ামী লীগ এই সরকার ক্ষমতায় আসার পর ছাতক-দোয়ারাবাজারে মেগা প্রকল্প গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, ইতিমধ্যে ছাতক সিমেন্ট ফ্যাক্টরি আধুনিকায়নে ৮শ’ কোটি টাকার মেগা প্রকল্প গ্রহণ করা হয়েছে। ছাতক সিমেন্ট ফ্যাক্টরিকে আধুনিকায়ন করে উৎপাদন ক্ষমতা বাড়ানো হবে। বহুজাতিক কোম্পানির সাথে পাল্লা দিয়ে ব্যবসা করবে।

মুহিবুর রহমান মানিক আওয়ামী লীগ সরকারের আমলে ছাতক দোয়ারাবাজারের উন্নয়নের ফিরিস্তি উল্লেখ করে বলেন, ছাতক-দোয়ারাবাজারে ১১১ কোটি ব্যায়ে ১১টি সেতু নির্মাণের কাজ চলমান রয়েছে। চারদলীয় জোট সরকারের আমলে দোয়ারাবাজার উপজেলায় উচ্চ শিক্ষার জন্য মাত্র ১৬ টি হাইস্কুল ছিল। আওয়ামী লীগ ক্ষমতায় এসে আরও ৫০টি হাইস্কুল স্থাপন করেছে। এই সরকারের আমলেই দুই উপজেলায় ১৯টি কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে। গত বন্যায় ক্ষতিগ্রস্ত সড়ক সংস্কারের কাজ শুরু হয়েছে।

পাউবো’র নির্বাহী প্রকৌশলী শামসুদ্দোহার সভাপতিত্বে ও উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক আবুল মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সুধী সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট পানি উন্নয়ন বোর্ডের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (উত্তর-পূর্বাঞ্চল) এসএম শহিদুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খুশি মোহন সরকার, দোয়ারাবাজার উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ডা. আবদুর রহীম, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ও সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ ইদ্রিস আলী বীর প্রতীক।

এসময় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানা, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজী আবদুল খালেক, লক্ষ্মীপুর ইউপি চেয়ারম্যান আমীরুল হক, ছাতক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু শাহাদাত লাহিন, উপজেলা যুবলীগের আহ্বায়ক ও বাংলাবাজার ইউপি চেয়ারম্যান জসিম মাস্টার, দোহালিয়া ইউপি চেয়ারম্যান কাজী আনোয়ার মিয়ান আনু, ছাতক উপজেলা আওয়ামী লীগ নেতা রেজাউল করীম রাজু, দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগ নেতা বরুন দাস প্রমুখ।

এসময় উপস্থিত ছিলেন পাউবো’র নির্বাহী প্রকৌশলী মো. সবিবুর রহমান, উপ-বিভাগীয় প্রকৌশলী শমসের আলি, আবু সায়েম শফিউল ইসলাম, খালিদ হাসান। সমাবেশে বিভিন্ন এলাকা থেকে এবং উপজেলা শ্রমিক লীগের সভাপতি তাজির উদ্দিনের নেতৃত্বে নৌকার সমর্থনে দলীয় নেতাকর্মীরা সমাবেশে উপস্থিত হন

141 Views

আরও পড়ুন

সাংবাদিকদের সম্মানে জামায়াতের ইফতার মাহফিল

গাজীপুরা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গণ-ইফতার মাহফিল সম্পূন্ন।

দোয়ারাবাজারে বজ্রপাতে যুবকের মৃত্যু

শান্তুিগঞ্জে ফতেপুর যুব সমাজের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল

গাজীপুর সিটি কর্পোরেশনের উন্নয়ন নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিশ্বম্ভরপুরে বিশিষ্ট ব্যবসায়ী এরশাদ চৌধুরী আর নেই, দাফন সম্পন্ন

বিশ্বম্ভরপুরে বিশিষ্ট ব্যবসায়ী এরশাদ চৌধুরী আর নেই, দাফন সম্পন্ন

চকরিয়ায় কর্মরত সাংবাদিকদের দক্ষতা অর্জন ও মানোন্নয়ন শীর্ষক সভা ও ইফতার মাহফিলে প্রেসক্লাব নিয়ে বৃহত্তর ঐক্যের ডাক

বাংলাদেশ স্কাউটস বোয়ালখালী উপজেলার সভা ও ইফতার মাহফিল

গাজীপুরে ভয়াবহ অগ্নিকাণ্ড: আক্কাস মার্কেটের দোকান পুড়ে ২ কোটি টাকার ক্ষয়ক্ষতি

ঢাবির বিজয় একাত্তর হলে আইএইচসি পরিবারের ইফতার

শান্তিগঞ্জে জামায়াতে ইসলামীর দিনব্যাপী ইফতার মাহফিলের প্রচারণা