ফলোআপ: গুরুদাসপুরের আলোচিত শিশু চুরি
দেলোয়ার হোসেন লাইফ
নাটোর প্রতিনিধি :
নাটোরের গুরুদাসপুর স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হওয়ার আটদিন পরে শিশু তাইবাকে বড়াইগ্রাম থেকে উদ্ধার করেছে পুলিশ। এঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ১১টার দিকে প্রেস বিফ্রিং করে এমন তথ্য জানিয়েছেন নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা।
গুরুদাসপুর থানা চত্তরে তিনি আরো বলেন, গত ২৩ ডিসেম্বর সকালে সীমা খাতুন তার দুই মাসের শিশুকন্যা তাইবা’কে সাথে নিয়ে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখানোর জন্য আসেন। এ সময় বোরকা পড়া অজ্ঞাত এক মহিলা বলে বাচ্চা আমার কাছে দিয়ে আপনি ডাক্তার দেখান। এ সময় সীমা তার শিশুকন্যাকে মহিলার কাছে দিয়ে ডাক্তার দেখানোর পর ফিরে এসে তাকে না দেখতে পেয়ে খোঁজাখুজি শুরু করেন । পরে বিষয়টি হাসপাতাল কর্তৃপক্ষ ও পুলিশকে অবহিত করা হয়। তার পর থেকে পুলিশ অভিযানে নামে। তারই ধারাবাহিকতায় চুলচেরা অনুসন্ধান এবং অভিযানে গত রাতে বড়াইগ্রামের বনপাড়া কালিকাপুর এলাকা থেকে শিশুসহ অপহরণকারী শাকিলাকে আটক করা হয়।
একই সাথে আজ সকালে শিশু তাইবা’কে তার মায়ের কোলে ফিরিয়ে দেন পুলিশ সুপার লিটন কুমার সাহা। শিশু তাইবা’ও যেন মায়ের কোলে ফেরার জন্য ছিল ব্যকুল । তাইবা’র ‘মা’ সীমা খাতুনের কোলে যেতেই হেসে খেলে ওঠে ২ মাস বয়সী অবুজ শিশু তাইবা। এ আনন্দঘন মূহুর্তে উপস্থিত সবার চোখের কোনা ভিজে ওঠে।
চুরি যাওয়া শিশু তাইবা উপজেলার মশিন্দা মাঝপাড়া গ্রামের তফিজ উদ্দিন ও সীমা খাতুন দম্পতির একমাত্র কন্যা।
#