এম এ মোতালিব ভুঁইয়া :
দোয়ারাবাজারে মায়া হরিণ আটক করেছে স্থানীয় জনতা। মঙ্গলবার সকালে উপজেলার সুরমা ইউনিয়নের কাউয়ারগড় গ্রাম থেকে হরিণটি আটক করে স্থানীয়রা।
খবর পেয়ে দোয়ারাবাজার থানা এসআই রাকিবুল হাসান ও বন বিভাগ কর্মকর্তা নীতিশ চক্রবর্তীর সহযোগীতায় মায়া হরিণটি উদ্ধার করে সিলেটের বনাঞ্চলে ছেড়ে দেয়ার প্রস্তুতি নিয়েছেন।
এদিকে আটক মায়া হরিণটি একপলক দেখার জন্য উৎসুক জনতার ভীড় জমে দোয়ারাবাজার থানায়।
স্থানীয়রা জানান, গত চার-পাঁচ দিন ধরে হরিণটি উপজেলার কাউয়াগর, উমরপুর, রাখালকান্দি গ্রামসহ আশপাশের কয়েক গ্রামে দেখা যাছিল। মঙ্গলবার সকালে কাউয়াগর গ্রামের হাওরে হরিণটি দেখতে পেয়ে গ্রামের সবাই মিলে তাড়া করে একটি পুকুরে ফেলে হরিণটিকে আটক করেন। মায়া হরিণ আটকের খবর পেয়ে সকাল থেকে গ্রামের মনফর আলীর বাড়িতে উৎসুক জনতার ভিড় বাড়ে। পরে বন বিভাগের লোকজন ও দোয়ারাবাজার থানার পুলিশ হরিণটি উদ্ধার করেন।
এ ব্যাপারে দোয়ারাবাজার উপজেলা বন কর্মকর্তা নীতিশ চক্রবর্তী জানান, হরিণ আটকের খবর পেয়ে কাউয়াগর গ্রামের লোকজনের কাছ থেকে হরিণটি উদ্ধার করি। পরে হরিণটির চিকিৎসা করিয়ে সিলেটের বনাঞ্চলে ছেড়ে দেয়ার জন্য নিয়ে যাচ্ছি।