নিউজ ডেস্ক :
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে পিটিয়ে হত্যার ঘটনায় দায়ের করা মামলায় সাক্ষ্য দিয়েছেন আরও ২ জন। তারা হলেন- আলোকচিত্র বিশারক সিআইডির পরিদর্শক নাজমুল হোসেন ও জব্দ তালিকার সাক্ষী বুয়েটের ছাত্র আব্দুল মবিন ইবনে হাফিজ প্রত্যয়।
রোববার, ২৭ নভেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারক আবু জাফর মো. কামরুজ্জামানের আদালতে তারা এ সাক্ষ্য দেন। এরপর আসামি পক্ষের আইনজীবীরা হাফিজকে জেরা করেন। অপর সাক্ষী মবিনের জেরা শেষ না হওয়ায় আদালত তার জেরা ও অপর সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের জন্য ৩০ ডিসেম্বর দিন ধার্য করেছেন। এর ফলে মামলায় মোট ৬০ সাক্ষীর মধ্যে ৪১ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হলো।
এর আগে গত ২২ ডিসেম্বর এ হত্যা মামলার কয়েক আসামির বিচারিক আদালত পরিবর্তন চেয়ে করা হাইকোর্টের আবেদন খারিজ করে দেয়া হয়। এ আসামীরা ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-১ এর বিচারকের প্রতি অনাস্থা জানিয়ে উচ্চ আদালতে আবেদন করেছেন গত ১৩ ডিসেম্বর।
বুয়েটের শেরেবাংলা হলের আবাসিক শিক্ষার্থী আবরারকে ২০১৯ সালের ৬ অক্টোবর রাতে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী একটি কক্ষে ডেকে নিয়ে বেদম মারধর করে। এতে তার মৃত্যু হয়। পরদিন আবরারের বাবা বরকত উল্লাহ কুষ্টিয়া থেকে এসে ১৯ জনকে আসামি করে চকবাজার থানায় মামলা করেন।
এক মাস পর ২০১৯ সালের ১৩ নভেম্বর ২৫ জনকে অভিযুক্ত করে চার্জশিট (অভিযোগপত্র) দেন ডিবি পুলিশের পরিদর্শক ওয়াহিদুজ্জামান। গত ১৫ সেপ্টেম্বর আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। তিন আসামি বর্তমানে পলাতক রয়েছেন।