সুনামগঞ্জ প্রতিনিধি ঃ
সুনামগঞ্জের তাহিরপুর সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ী কে আটক করে সুনামগঞ্জ ব্যাটালিয়ন(২৮বিজিবি)
বিজিবি তথ্যসুত্রে জানাযায়,সুনামগঞ্জ ব্যাটালিয়ন(২৮বিজিবি)কতৃক বুধবার (২৩ ডিসেম্বর)রাতে জেলার তাহিরপুর উপজেলার লাউরগড় বিওপির হাবিলদার মোহাম্মদ হোসেন এর নেতৃত্বে একটি নিয়মিত টহল দল,সীমান্তের মেইল পিলার ১২০৩ এর নিকট হতে আনুমানিক ১০০গজ বাংলাদেশ অভ্যন্তরে তাহিরপুর উপজেলার ৫নং বাদাঘাট ইউনিয়নের যাদুকাটা নদী হতে ১০বোতল ভারতীয় মদসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করে বিজিবি।
আটককৃত মাদক ব্যবসায়ী মোঃকাওসার মিয়া (২৯),সে তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের মাহারাম-টিলা গ্রামের মৃত ফজর আলীর ছেলে।
এ বিষয়ে সুনামগঞ্জ ব্যাটালিয়ন(২৮বিজিবি) অধিনায়ক মাকসুদুল আলম জানান আটককৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাহিরপুর থানায় হস্তান্তর করার কার্যক্রম প্রক্রিয়াধীন