তানজীল ইসলাম শুভ:
বরিশালের বৃহত্তম অরাজনৈতিক,অলাভজনক স্বেচ্ছাসেবী সংগঠন বরিশাল ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি) এর আয়োজনে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি অনুষ্ঠিত হয় । শনিবার সকাল ১০ টা থেকে বিকাল ২ টা পর্যন্ত কলেজ ক্যাম্পাসে রক্তের গ্রুপ নির্ণয় করা, রক্তদান-রক্তরোগ, থ্যালাসেমিয়া, এন্টিবায়োটিক এবং বিশেষ করে গর্ভবতী মায়ের জন্য আগে থেকেই রক্তদাতা যোগাড় করে রাখা, সচেতনতা বৃদ্ধি মূলক ক্যাম্পেইন করা হয়। এসময় প্রায় দুই শতাধিক শিক্ষার্থী বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ে অংশগ্রহণ করে। সেই সাথে কলেজ পড়ুয়া শিক্ষার্থীরা বিবিডিসি “ইয়াং রেঞ্জারস” টিমের সাথে আত্ম মানবতার সেবায় নিজেকে নিয়োজিত রাখতে দশের জন্য দেশের জন্য ভালো কিছু করার ইচ্ছা প্রকাশ করে সংগঠনটির শপথ বাক্য পাঠ করেন।
বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্বোধন করেন আলেকান্দা সরকারি কলেজের অধ্যক্ষ অশোক কুমার ব্রহ্মচারী…. তিনি বলেন রক্তের গ্রুপ জানা থাকলে তাৎক্ষণিকভাবে অসুস্থ মানুষকে সহায়তা প্রদান করা যায়। অনেক মানুষের প্রাণ বাঁচানো সম্ভব হয়। বিবিডিসিকে ধন্যবাদ এমন মহতী উদ্যোগ গ্রহণের জন্য। বিবিডিসি এভাবেই মানুষের সেবায় মহৎ ব্যক্তিদের নিয়ে মানুষের মাঝে সচেতনতা বার্তা নিয়ে এগিয়ে যাক।
রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচির সার্বিক তত্বাবধান ও সহযোগিতায় ছিলেন স্বেচ্ছাসেবী সংগঠন বরিশাল ব্লাড ডোনারস ক্লাব (বিবিডিসি)।