সুন্দরগঞ্জ(গাইবান্ধা)প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জে ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলার উদ্বোধন করেছেন ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী এমপি।
শনিবার দুপুরে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক আয়োজিত মেলার উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়াম হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ সোলেমান আলীর সভাপতিত্বে উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা সাদেক হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ২৯ গাইবান্ধা -১ সুন্দরগঞ্জ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার শামিম হায়দার পাটোয়ারী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,উপজেলা পরিষদ চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু। এসময় আরো বক্তব্য রাখেন,পুলিশ পরিদর্শক(তদন্ত) তাজুল ইসলাম,ইউপি চেয়ারম্যান গোলাম কবির,উপজেলা আ’লীগের যুগ্ম-আহ্বায়ক সাজেদুল ইসলাম, উপজেলা জাপা’র সাধারণ সম্পাদক মান্নান মন্ডল,নদী বাঁচাও দেশ বাঁচাও আন্দোলনের নেতা সাদেকুল ইসলাম দুলাল, এনজিও প্রতিনিধি রবিউল হাসান, নার্সারি মালিক তৌফিকুর রহমান প্রমূখ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানের শুরুতেই শুভেচ্ছা বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা সৈয়দ রেজা-ই-মাহমুদ।আলোচনা শেষে প্রধান অথিতি ও বিশেষ অথিতিবৃন্দ শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করেন।