ঢাকারবিবার , ৭ ডিসেম্বর ২০২৫
  1. সর্বশেষ
  2. সারা বাংলা

সারা আনোয়ারার উদ্যোগে দিনব্যপী গণসচেতনতা কর্মসূচি পালিত

প্রতিবেদক
admin
১৮ অক্টোবর ২০১৯, ১২:৪৬ অপরাহ্ণ

Link Copied!

আনোয়ারা,চট্টগ্রাম:

“আনোয়ারা-বাঁশখালী পিএবি সড়ক দূর্ঘটনা এড়াতে নিজে সচেতন হই অন্যেকে সচেতন করি” এই স্লোগানে আনোয়ারা চাতরী চৌহমুহনী,ওয়ান মাবিয়া চত্বরে গণ সচেতনতা র‍্যালী, মানববন্ধন ও লিফলেট বিতরণ করেন সারা আনোয়ারা সংগঠন।

শুক্রবার(১৮ অক্টোবর) সকাল ৯টা থেকে দিনব্যাপী গণসচেতনতা কর্মসূচি পালন করা হয়।

সারা আনোয়ারার প্রধান পৃষ্ঠপোষকতা আব্দুল মালেক চৌধুরী বলেন, সড়ক-মহাসড়কে মৃত্যুর মিছিল কিছুতেই থামছে না। চালকের অবহেলা, অনভিজ্ঞতা, অদক্ষতা কিংবা আরোহীদের অসচেতনতা যাই বলি না কেন, সড়ক দুর্ঘটনা যে দিন দিন বৃদ্ধি পাচ্ছে তাতে কোনো সন্দেহ নেই। প্রতিটি দুর্ঘটনার পেছনে আলাদা আলাদা কারণ আছে। ড্রাইভারদের ঘুম ঘুম ভাব অবস্থায় গাড়ি চালানো, ট্রাফিক আইন মেনে না চলা, বেপরোয়াভাবে ওভারটেকিং করা এবং গাড়ি গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ইত্যাদি কারণেও অনেক দুর্ঘটনা ঘটে থাকে। দুর্ঘটনা ঘটলে যে শুধু যানবাহনের ক্ষয়ক্ষতি হয় তা নয়, প্রাণহানির ঘটনাও ঘটে অহরহ। অনেকে আবার হয়ে যায় সারা জীবনের জন্য পঙ্গু। যারা পঙ্গু হয়ে যায় পরবর্তীতে তাদের জীবন হয়ে ওঠে খুবই দুর্বিষহ। এসব মাথায় রেখে গণসচেতনতা উদ্দেশ্যে সারা আনোয়ারা এই সচেতনতা র‍্যালী,মানববন্ধন ও লিফলেট বিতরণের উদ্যোগ গ্রহন করা হয়।

গণসচেতনা কর্মসূচির সাথে একাত্মতা প্রকাশ করে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশের বিস্ফোরক পরিদর্শক মোঃ শামশুল আলম, তোফাজ্জল হোসাইন, সহকারী বিস্ফোরক পরিদর্শক মোঃ মেহেদী ইসলাম খান, আনোয়ারা থানা উপ-পুলিশ পরিদর্শক মোঃ গোলাম ফারুক ভূইয়া, চাতরী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইয়াকুব আলী,বাংলা পোস্টবিডির সম্পাদক সাংবাদিক এম আলী হোসেন,সাংবাদিক এম মোরশেদ,সাংবাদিক সুমন শাহ,সাংবাদিক ইমরান হোসেন ফোরকান প্রমুখ।

সারা আনোয়ারার উদ্যোগে গণসচেতনতা কর্মসূচিকে সফল করতে কাজ করেন সারা আনোয়ারা পরিবারের প্রকৌশলী ছলিম আল আনোয়ার, সাংবাদিক মহিউদ্দীন মনজুর, শিরিন ফাতেমা,মাসুদ করিম, মুহিদ,শওকত আলী পারভেজ,ওমর ফারুক,সাজ্জাদ মেহের, মহিউদ্দীন, মিনহাজুল আবেদীন, হাফেজ মিনহাজ,হাফেজ একরাম, হাফেজ জাহেদ, ইরফান,বারেক, রাতুল, আকিব,রিমন, ফয়সাল,জোনায়েদ, তরিকুল, মিজানুর, মনির, আরাফাত, ইব্রাহীম, আবু রাশেদ, রকিব, সাকিব, মোঃ সাজ্জাদ প্রমুখ।

কর্মসূচিতে বক্তারা বলেন, বাংলাদেশে সড়ক দুর্ঘটনার অন্যতম প্রধান কারণ হলো মানুষের অসচেতনতা। তবে ড্রাইভার ও যাত্রীরা একটু সচেতন হলেই শতকরা ৮০ ভাগ দুর্ঘটনা এড়ানো সম্ভব। আর মহাসড়কে যেহেতু অধিকাংশ দুর্ঘটনা ঘটে অতিরিক্ত গতি, বেপরোয়া ওভারটেকিংয়ের কারণে। তাই অতিরিক্ত গতি ও বেপরোয়া ওভারটেকিং নিয়ন্ত্রণ করতে হবে। সেই সাথে নতুন ও অনভিজ্ঞ, অদক্ষ চালকদের জন্য কার্যকরী প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে।
নিরাপদ সড়ক নিশ্চিত করতে সবার আগে আইনের প্রয়োগ জরুরি। তবে অনেক সময় শুধু আইন প্রয়োগ করেও সড়ক দুর্ঘটনা কমানো যায় না,তাই সড়ক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে ছোট বড় নির্বিশেষে সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে হবে।

আরও পড়ুন

৮ দলীয় সমাবেশে হুঁশিয়ারি: ‘ফ্যাসিবাদের ছায়া থাকলে রুখে দেওয়া হবে’

ইডেন কলেজে পরীক্ষা দিতে গিয়ে ব্যাগসহ ৬ জনের মোবাইল চুরি

‎শান্তিগঞ্জ দামোধরতপী মাহমুদপুর দাখিল মাদ্রাসার সভাপতি সাংবাদিক কাজী মমতাজ ‎

কুবিতে প্রতিবর্তনের আয়োজনে নবান্ন উৎসব 

চবির চলচ্চিত্র সংসদের নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

‘অবৈধ কামাইয়ে ব্যস্ত’ দুই ছাত্র উপদেষ্টা : শিবির সেক্রেটারি

দোয়ারাবাজারে লিভার সিরোসিসে আক্রান্ত আব্দুন নূর — অসহায় পরিবারের বাঁচার আকুতি

কুড়িয়ে আনা বিচ্ছিন্ন হাত জোড়া লাগিয়ে ইতিহাস গড়লো জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

ছাতকের দোলার বাজারে দাঁড়িপাল্লার সমর্থনে জনসংযোগ ও শীতবস্ত্র বিতরণ

চকরিয়ার নতুন ইউএনও শাহীন দেলোয়ারের যোগদান

পক্ষপাতমূলক আচরণ করলে আন্দোলন- নাহিদ ইসলাম

রাজাকারের জন্য আওয়ামী লীগই ভাল ছিল