শামীম পারভেজ – রাজশাহী থেকে ঃ
নানা আয়োজনের মধ্যে দিয়ে রাজশাহীর দুর্গাপুরে পালিত হয়েছে জাতীয় সানিটেশন মাস ও বিশ্ব হাত ধোয়া দিবস। দিবসটি উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভার আয়োজন করে দুর্গাপুর প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর।
আজ বৃহস্পতিবার সকাল ১১ টার দিকে উপজেলা কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের করা হয়।
এ সময় স্কুল কলেজের শিক্ষার্থীরা স্যানিটেশন সচেতনতামূলক বিভিন্ন ব্যানার নিয়ে থাকে। র্যালীটি উপজেলা সড়ক প্রদক্ষিণ করে প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এর পর সেখানে সঠিক উপায়ে হাত ধোয়া প্রদর্শন করা হয়। পরে উপজেলা প্রশাসকের কার্যালয়ে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি ছিলেন ডাক্তার মুনছুর রহমান পুঠিয়া দুর্গাপুর রাজশাহী। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনস্বাস্থ্য পুঠিয়া দুর্গাপুর নির্বাহী প্রকৌশলী । এছাড়া এ কর্মসূচিতে উপজেলা চেয়ারম্যান নজরুল ইসলাম, মেয়র তোফাজ্জল হোসেন,আলহাজ্ব মোতালেব, বানেছা বেগম ও দুর্গাপুর থানার ওসি খুরশিদ বানু কণা।