ঢাকাশুক্রবার , ২৮ নভেম্বর ২০২৫
  1. সর্বশেষ

রংপুরে নবম শ্রেণির স্কুলছাত্রী ধর্ষণের ঘটনায় এএসআই রাহেনুল জড়িত

প্রতিবেদক
admin
২৮ অক্টোবর ২০২০, ১১:৪১ অপরাহ্ণ

Link Copied!

রাফিউল ইসলাম (রাব্বি) স্টাফ রিপোর্টার:

রংপুরে মহানগর ডিবি পুলিশের এএসআই রাহেনুল ইসলাম ওরফে রাজু নবম শ্রেণির ছাত্রীকে গণধর্ষণের ঘটনায় জড়িত থাকার কথা জানিয়েছে ওই স্কুলছাত্রী।

বুধবার (২৮ অক্টোবর) সন্ধ্যার আগে ওই স্কুলছাত্রী চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক জাহাঙ্গীর আলমের কাছে ২২ ধারায় দেওয়া ঘটনার বর্ণনায় একথা জানান।

জেলা পিবিআই পুলিশের পুলিশ সুপার এবিএম জাকির হোসেন জানান, এ ঘটনায় ডিবি পুলিশের এএসআই রাহেনুলকে যে কোন মুহুর্তে গ্রেফতার করা হবে।

জাকির হোসেন বলেন, ঘটনার আগের দিন ২৩ অক্টোবর এএসআই রাহেনুল প্রেমের সম্পর্কের সূত্র ধরে তার পূর্বপরিচিত এজাহার ভুক্ত আসামি ভাড়াটিয়া মেঘলার বাড়িতে নিয়ে ওই স্কুলছাত্রীর সঙ্গে শারীরিক সম্পর্ক করে। পরে রাহেনুলের সঙ্গে ঘোরাঘুরি করে সন্ধ্যায় ওই স্কুলছাত্রী বাড়ি ফিরলে ছাত্রীর মা বকাবকি করেন। এতে অভিমান করে ওইদিন রাতে রাহেনুলের পরিচিত ভাড়াটিয়ার বাড়িতে আশ্রয় নেয় ওই স্কুলছাত্রী। সেখানে পরের দিন অচেনা দুই পুরুষ মেয়েটিকে ভাড়াটিয়া মেঘলার সহায়তায় জোরপূর্বক ধর্ষণ করেন।
জাকির হোসেন আরও বলেন, ঘটনার সঙ্গে ডিবি পুলিশের এএসআই রাহেনুল ইসলাম ওরফে রাজুর জড়িত থাকার সত্যতা পাওয়ায় সম্পন্ন করা হয়েছে গ্রেফতারের প্রক্রিয়া। যেকোনো সময়ে রাহেনুলকে গ্রেফতার করা হবে। এ বিষয়ে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
এদিকে, বুধবার সন্ধ্যায় গণধর্ষণের ঘটনায় গ্রেফতার হওয়া আসামি আবুল কালাম আজাদ ও বাবুল হোসেনকে আদালতে নেওয়া হয়। সেখানে বিচারকের কাছে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে ধর্ষণের কথা স্বীকার করেন গ্রেফতার হওয়া দুই আসামি।

এছাড়াও মঙ্গলবার (২৭ অক্টোবর) ধর্ষণ সহযোগিতায় গ্রেফতার হওয়া ভাড়াটিয়া বাড়ির দুই নারী মেঘলা ও শম্পাকে কারাগারে পাঠানো হয়েছে।

আরও পড়ুন

চকরিয়ার ডুলাহাজারায় চেকপোস্টে ২০ হাজার ইয়াবাসহ পাচারকারী গ্রেফতার

নিম্নচাপে উত্তাল সাগর : সমুদ্রবন্দরে সতর্ক সংকেত

মধ্যরাতে বঙ্গোপসাগরে ভুমিকম্প

কক্সবাজারের নতুন ইউএনও মিস তানজিলা তাসনিম

‎শান্তিগঞ্জের আস্তমায় স্বতন্ত্র প্রার্থী ব্যারিষ্টার আনোয়ার হোসেনের নির্বাচনী মতবিনিময় সভা ‎ ‎

‎শাল্লায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ উদ্বোধন,আলোচনাসভা ও পুরষ্কার বিতরণ ‎

১২ বছর পর মাস্টার্সের ফল প্রকাশ : সিজিপিএ ৪ পেয়ে প্রথম শিবির নেতা

কুবিতে বাংলা বিভাগের আয়োজনে প্রথম আন্তর্জাতিক সম্মেলন

সুনামগঞ্জ–৫ আসনে মনোনয়ন বঞ্চনা ঘিরে আলোচনা: নীরব মিজান চৌধুরীকে ঘিরে নতুন সমীকরণ?

গাইবান্ধার বোয়ালী ইউনিয়নে কাবিটা প্রকল্পের রাস্তা নির্মাণ কাজে অনিয়ম সিডিউল দেখতে চাওয়ায় সাংবাদিকের উপর হামলা

‎সুনামগঞ্জের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আবুল বাসারের ইন্তেকাল,দাফন সম্পন্ন ‎ ‎

মাদারীপুরে নবাগত পুলিশ সুপার এহতেশামুল হকের যোগদান