সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল সুনামগঞ্জ জেলা শাখার বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) দুপুর ২ঘটিকায় শহরের পুরাতন বাসস্ট্রেশন এলাকার পানসী রেস্টুরেন্টের কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মো. শামছুজ্জামানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মো. মনাজ্জিরের সঞ্চালনায় বর্ধিত সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি মোস্তাক আহমদ, সোহেল মিয়া, খালেকুজ্জামান হোসেন ,যুগ্ম সাধারন সম্পাদক আবুল কাশেম দলু ও সাংগঠনিক সম্পাদক এড. আহাদ জুয়েল প্রমুখ।
সভায় বক্তারা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিলে আমরা ঐক্যবদ্ধভাবে স্থানীয় প্রার্থীর পক্ষে নির্বাচনে অংশগ্রহন করি। সেই প্রহসনের নির্বাচনে আ’লীগ সরকার ভোট কারচুপির মাধ্যমে ক্ষমতায় আসে। বক্তারা আরো বলেন, করোনা মহামারী ও পরপর ৪ দফা বন্যায় স্বেচ্ছাসেবক দল জনগনের মাঝে নগদ অর্থ, খাদ্য সহায়তা, স্বাস্থ্যসামগ্রী বিতরণ করেছে। আমরা সেচ্ছাসেবক দল সুনামগঞ্জ জেলার রাজপথে ঐক্যবদ্ধ থেকে ভবিষ্যৎ রাষ্ট্রনায়ক তারেক রহমানের নির্দেশে আগামী আন্দোলন সংগ্রামকে বেগমান করার জন্য সবার সহযোগিতা কামনা করছি ।