ঢাকাবুধবার , ১ মে ২০২৪
  1. সর্বশেষ

ক্রাশের বিয়ে – এমআর সাদিক

প্রতিবেদক
নিউজ এডিটর
৩০ সেপ্টেম্বর ২০২০, ১:৫৮ পূর্বাহ্ণ

Link Copied!

———————

ছয় বছর পূর্বে যেদিন তোমার চোখে প্রথম চোখ রেখেছিলাম। সেদিনই তুমি আমার হৃদয়ের গহীনে স্থান করে নিয়েছিলে। কিন্ত দীর্ঘ ছয় বছরের সাধনার পরও আমি তোমার হৃদয়ে এতটুকু স্থান করে নিতে পারিনি এ আমার চরম ব্যর্থতা। কত যাতনা, কত বিষাদ, কত বেদনা আমি লালন করেছি এই বছরগুলোতে। অশান্ত মনকে সান্তনা দিয়েছি তোমার কল্পনায়। বারবার বলতে গিয়ে গুটিয়ে নিয়েছি নিজেকে। মুখ ফুটে বলতে পারিনি একটিবার। পাছে তোমাকে হারাতে হয় সেই ভয়ে।
তুমি কি একবারও শুনতে পারনি আমার মনের গহীনের কথাগুলো বাতাসে কান পেতে! বুঝতে পারনি আমার চাওয়া পাওয়া! এ আমি বিশ্বাস করিনা।

কেন আমি তোমায় এত কাছে পেতে চাইতাম। কেন দূরে সরে যেতে চেয়ে কাছে এসেছিলাম। একবারও ভাবনি সে কথা! নাকি সব জেনেশুনে দিলে এই ব্যাথা? আমার ব্যাথার হয়তো কোন মূল্য নেই তোমার কাছে। কিন্ত তোমার সুখের অনেক মূল্য আছে আমার কাছে। আমার সকল অশ্রুজল তোমার সুখের তরে উৎসর্গ করলাম। এতেই আমার আনন্দ। আমি তো তোমাকে সুখী করতেই চেয়েছিলাম। দূরে সরে গিয়ে যদি সুখী হতে পারো তবে তাই হোক। না পাওয়ার শোকে পুড়ে আমি নাহয় দেবদাস হবো। প্রেমের সার্থকতা বিচ্ছেদেই। এ আমার জানা ছিলনা। লাইলি-মজনু, শিরি-ফরহাদ আর দেবদাস-পার্বতীর গল্পগুলো অবাস্তব ভাবতাম। নিছক কবির কল্পনা মনে করতাম।
আজ মনে হচ্ছে এসব মিথ্যে নয় বরং মহাসত্য।

দেবদাসের নেশার গেলাস ছিল, মজনু অমৃত পান করে চিরবিদায় জানিয়েছিল। আমার ওসবের কিছুই নেই। আমি শুধু জানি তুমি আমার ছিলে, আমার আছো, আমার থাকবে। দূরে সরে যেতে চেয়ে কাছে চলে আসবে। স্বপ্নের জাল বুনে কাটিয়ে দেব এজীবন। তুমি সুখী হও রুকু আমি সুখী নই।

এমআর সাদিক
রাজনগর, মৌলভীবাজার

102 Views

আরও পড়ুন

ভয়াল ২৯ এপ্রিল নিহতের স্মরণে ধলঘাটা এসোসিয়েশন’র বিভিন্ন কর্মসুচী পালন

নাগরপুরে গাছ কাটা কেন্দ্র করে প্রবাসীকে কুপিয়ে হত্যা, গ্রেফতার ২

তীব্র খরায় খাদ্য সামগ্রী নিয়ে নিম্ন আয়ের মানুষের পাশে – ডা. অর্ণা জামান।

কুমারখালীতে বিনামূল্যে পানি, শরবত ও ক্যাপ বিতরণ

কবিতা:- নক্ষত্রের রাত

ফেনী শহরের বিভিন্ন স্হানে পানি স্যালাইন বিতরণ করেন শিবির নেতাকর্মী’রা

স্কুল, মাদ্রাসায় বৃহস্পতিবার পর্যন্ত ক্লাস বন্ধ রাখার নির্দেশ হাইকোর্টের

সব রেকর্ড ভেঙে সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়

যশোরে দেশের সর্বোচ্চ ৪২ দশমিক ৮ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড

কুষ্টিয়ায় মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত

রাজশাহীর সিল্কসিটি ট্রেনে আগুন, ১০ যাত্রী আহত।

তীব্র তাপপ্রবাহের কারণে ৫ জেলার স্কুল-কলেজ বন্ধ ঘোষণা।