ঢাকাসোমবার , ২৫ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ

শিশু ভিক্ষাবৃত্তি বন্ধ হোক !!

প্রতিবেদক
নিউজ এডিটর
১৯ সেপ্টেম্বর ২০২০, ১১:৫৯ পূর্বাহ্ণ

Link Copied!

এনআমুল হাসান আরিফ

শিশুরাই জাতির ভবিষ্যৎ। দেশ গড়ার কারিগর। তাদের বেড়ে উঠা ও মানসিক বিকাশের জন্য দরকার উপযুক্ত ও নিরাপদ পরিবেশ।দরকার এমন একটি সমাজ যেখানে প্রতিটি শিশু বেড়ে উঠবে বৈষম্যহীনভাবে। জাতিসংঘ শিশু অধিকার সনদ বাস্তবায়নের নিমিত্তে বাংলাদেশে “শিশু আইন ২০১৩” পাস করা হয়। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে সেই আইনের যথাযথ প্রয়োগ নেই। বিশেষ করে শিশু ভিক্ষাবৃত্তির ক্ষেত্রে। শিশু আইন ২০১৩ এর ৭১ নং ধারায় বলা হয়েছে ,
“যদি কোন ব্যক্তি কোন শিশুকে ভিক্ষার উদ্দেশ্যে নিয়োগ করেন বা কোন শিশুর দ্বারা ভিক্ষা করান অথবা শিশুর হেফাজত,তত্ত্বাবধান বা দেখাশোনার দায়িত্বে নিয়োজিত কোন ব্যক্তি যদি কোন শিশুকে ভিক্ষার উদ্দেশ্যে নিয়োগদানে প্রশ্রয়দান করেন বা উৎসাহ প্রদান করেন বা ভিক্ষার উদ্দেশ্যে প্রদান করেন,তাহা হইলে তিনি এই আইনের অধীন অপরাধ করিয়াছেন বলিয়া গণ্য হইবে এবং উক্ত অপরাধের জন্য তিনি অনধিক (৫)পাঁচ বৎসর কারাদণ্ড অথবা অনধিক (এক) লক্ষ টাকা অর্থদণ্ড অথবা উভয় দন্ডে দন্ডিত হইবেন”।
কিন্তু বাস্তবতা হচ্ছে শিশু ভিক্ষাবৃত্তি কমার চেয়ে দিনদিন বেড়েই চলছে।।সমাজ কল্যাণ অধিদপ্তর এর পরিপত্র অনুযায়ী রাজধানীতে ভিক্ষুকের সংখ্যা ৫০হাজার।কিন্তু বিশেষজ্ঞরা মনে করেন প্রকৃত সংখ্যা তিন লাখের বেশি। যার মাঝে ১৫ থেকে ১৭ শতাংশ শিশু।ঢাকা শহরের প্রতিটি মোড়ে এসব শিশু ভিক্ষুকদের দেখা যায়।চলার পথে জামা-কাপড়, হাত-পা ধরে ভিক্ষা চায়। হাড্ডিসার মলিন চেহারা গুলো দেখলে খুব মায়া লাগে। আমরা কখনো কিছু টাকা-পয়সা দেই আবার কখনো বিরক্ত হই।কিন্তু শিশু ভিক্ষাবৃত্তি যে বড় ধরনের অপরাধ তা আমাদের মনেই আসে না। সাধারণ মানুষের কথা বলে লাভ কি যেখানে খোদ আইনশৃঙ্খলা বাহিনীর নাকের ডগায় বড় বড় সিন্ডিকেট এসব ভিক্ষা বাণিজ্য নিয়ন্ত্রণ করছে। বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ সুবিধাবঞ্চিত এসব কোমলমতি শিশুদেরকে ভিক্ষা করতে বাধ্য করছে।সুস্থ সবল শিশুদেরকে বিকলাঙ্গ করে ভিক্ষাবৃত্তিতে নামাচ্ছে। দেশের বিভিন্ন প্রান্ত হতে এসব শিশুদের কি ঢাকায় এনে বিভিন্ন এলাকায় ভাগ করে১০০ বা২০০ টাকা করে চাঁদা নিচ্ছে।গবেষণায় দেখা গেছে রাজধানীতে প্রতিদিন ২০০ কোটি টাকার ভিক্ষা বাণিজ্য হয়।সে হিসেবে মাসে ৬০০ কোটি টাকা ও বছরে ৭হাজার২০০ কোটি টাকার বিরাট এক ব্যবসা।বিভিন্ন শক্তিশালী সিন্ডিকেট এসব নিয়ন্ত্রণ করে। তাদের হাত অনেক লম্বা।

উদ্বেগের বিষয় হচ্ছে খোদ রাজধানীতে দেশের শতকরা শিশু শ্রমিকের ৫০% কাজ করে। তাদের মাঝে আবার ৯% ভিক্ষাবৃত্তিতে জড়িত।গড়ে তাদের বয়স ১০ এর নিচে। আরো ভয়াবহ সংবাদ হচ্ছে ঢাকা শহরে পথশিশু আছে ২০থেকে ২৫ লাখ। এদের মাঝে ৫০ হাজার শিশু আক্ষরিক অর্থেই রাস্তায় থাকে। যাদের ১০% যৌনকর্মী, ৮৬% মাদকাসক্ত।
মূলত শিশু ভিক্ষাবৃত্তির জন্য দায়ী দারিদ্রতা, অজ্ঞতা, সমাজ-রাষ্ট্রের উদাসীনতা। সর্বোপরি সরকারের দীর্ঘমেয়াদি পরিকল্পনার অভাবের বিষয়টিও এড়িয়ে যাওয়া যায় না। যার ফলশ্রুতিতে নিরাপদ শৈশবের পরিবর্তে শিশুরা ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়ছে অথবা জড়াতে বাধ্য করা হচ্ছে।
অসহায় দরিদ্র লোকেরা মানুষের সাহায্য চাইতেই পারে এটা বিশ্বের প্রায় সব দেশেই আছে কিন্তু সমস্যা দেখা দেয় যখন ভিক্ষাবৃত্তিকে পেশা হিসেবে নেয়া হয়। বাংলাদেশের মতো উন্নয়নশীল রাষ্ট্রে এটা এক বড় সমস্যা।
শিশুদের মাঝে ভিক্ষাবৃত্তির প্রভাব সুদূরপ্রসারী।সুন্দর আলোকিত ভবিষ্যৎ এর পরিবর্তে এই শিশুদের আজীবন লজ্জার গ্লানি বয়ে বেড়াতে হয়। পরনির্ভরশীলতার শৃংখলে আটকা থাকতে হয়। এর সঙ্গে আছে জঙ্গিবাদ, অনৈতিক কাজ,মাদক ব্যবসা ও চোরাকারবারির মত সমাজ ও রাষ্ট্র বিরোধী কাজে জড়িয়ে পড়ার আশঙ্কা। যেখানে আমরা একটু চেষ্টা করলেই পারতাম একটি শিশুর সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে তার পরিবর্তে আমরা তাদেরকে ঠেলে দিচ্ছি অন্ধকারের অতল গহবরে।
ভিক্ষাবৃত্তি বিশেষ করে শিশু ভিক্ষাবৃত্তি প্রতিকারের জন্য চাই দীর্ঘমেয়াদী পরিকল্পনা ও পুনর্বাসন। চাই রাষ্ট্রীয় সংস্থা গুলোর জবাবদিহিতা এবং বেসরকারি প্রতিষ্ঠানগুলোর এগিয়ে আসা। সিন্ডিকেট গুলোর বিরুদ্ধে সরকারের কঠোর পদক্ষেপ এখন সময়ের দাবি।তাদের মূলোৎপাটন করে আইনের আওতায় আনতে হবে। যদি আমরা এগুলো না করতে পারি তাহলে ২০৩০ সালের মাঝে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (SDG) বাস্তবায়ন করা সম্ভব হবে না। তাই এখনই সময় সুবিধাবঞ্চিত শিশুদের প্রতি দৃষ্টি দেওয়ার এবং শিশু ভিক্ষাবৃত্তি বন্ধ করার।এটি করতে পারলে মুজিববর্ষ আরো মহামান্বিত হবে বলে আমাদের বিশ্বাস।

লেখক :
ইনআমুল হাসান আরিফ
শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়।

155 Views

আরও পড়ুন

পাঠকের অনূভুতিতে ❝কলিজার আধখান❞

অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে বিএনপি সন্দেহ করছে–ড. হুমায়ুন কবির

বিশ্বরূপ চন্দ্র বিশ্বাসের কবিতা:- হাসি

শান্তিগঞ্জে জমিয়তের গণসংবর্ধনা ও কাউন্সিল শুক্রবার

শান্তিগঞ্জে জমিয়তের গণ সমাবেশ সফল করার লক্ষে সংবাদ সম্মেলন

আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের র‌্যালি ও আলোচনা সভা

দোয়ারাবাজারে এফআইভিডিবি’র স্বাস্থ্য সামগ্রী বিতরণ

বোয়ালখালীর নব যোগদানকৃত শিক্ষা অফিসার হারুন উর রশীদকে বরণ

জামালপুরে মৃত আইনজীবী হলেন অতিরিক্ত জিপি

তানযীমুল উম্মাহ হিফয মাদ্রাসা, সাইনবোর্ড শাখার বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন

সাইফুল ইসলামের কবিতা : শীতের আমেজ