মোঃ আক্তারুজ্জামান, পলাশ প্রতিনিধি :
নরসিংদীর পলাশে ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আল-আমিন (২৬) কে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৬ আগস্ট) দুপুরে পলাশ থানা পুলিশ আসামিকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামি পলাশ উপজেলার গজারিয়া ইউনিয়নের নরসিংহারচর গ্রামের মোঃ শহিদুল্লার ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ বুধবার দুপুর ১২টার দিকে এসআই আতিকুর রহমান খান সঙ্গীয় ফোর্সের সহায়তায় ১ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি মোঃ আল-আমিনকে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করেন।
পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোঃ নাসির উদ্দিন জানান, গ্রেফতারকৃত সাজাপ্রাপ্ত আসামি দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। তাকে গ্রেফতারের পর নরসিংদীর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।