নিলয় ধর,স্টাফ রিপোর্টার (যশোর):-
যশোর শহরের ফুটপাতে রাতের অন্ধকারে অজ্ঞাতপরিচয় একজন বৃদ্ধকে স্বজনেরা ফেলে রেখে চলে যায়। পরে স্থানীয় সংবাদকর্মীদের সহযোগিতায় পুলিশ ওই বৃদ্ধকে (৭০) যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করেছে। রাতের ঘটনা এই রিপোর্ট লেখা পর্যন্ত বৃদ্ধের স্বজনদের কেউই আসেনি।
যশোর কোতোয়ালি মডেল থানার ওসি মনিরুজ্জামান জানিয়েছেন,জেলা স্কুল ও সার্কিট হাউজের সামনের যাত্রীছাউনিতে একজন বৃদ্ধকে পড়ে থাকতে দেখে স্থানীয় সংবাদকর্মীরা পুলিশকে বিষয়টি জানিয়েছেন।
বৃদ্ধটি তার নাম-পরিচয় বা ঠিকানা বলতে পারছে না। পরে পুলিশ রাতে তাকে নিয়ে যশোর ২৫০ শয্যা হাসপাতালে ভর্তি করা হয়। পরিবারের লোকজন তাকে ওই যাত্রী ছাউনিতে রেখে গেছে বলে ধারণা করা হয়েছে ।
ওই এলাকার কয়েকজন ক্ষুদ্র ব্যবসায়ী ও পথচারীরা জানিয়েছেন, ব্যস্ত সড়কের পাশে যাত্রী ছাউনিতে কারা কখন ওই বৃদ্ধকে রেখে গেছে তা কেউ বলতে পারছেন না। তবে বৃদ্ধকে দেখে ভাল ঘরের মনে হয়েছে। তার সাথে থাকা ব্যাগে পরিস্কার লুঙ্গি, শুকনো খাবার, ওষুধপত্র রয়েছে।।