ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঃ
বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক পানি সম্পদ মন্ত্রী ঠাকুরগাঁও-১ আসনের সাংসদ জনাব রমেশ চন্দ্র সেন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার রাত সাড়ে দশটার সময় এ তথ্য নিশ্চিত করেছেন জেলার সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার।
সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার বলেন, করোনা ভাইরাসের উপসর্গ দেখা দিলে গত ৩ আগস্ট রমেশ চন্দ্র সেনের নমুনা সংগ্রহ করা হয়। এ ছাড়াও সেদিন আরো ৬৬ জনের নমুনা সংগ্রহ করা হয় এবং নমুনা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
বুধবার রাতে দিনাজপুর হতে প্রাপ্ত রিপোর্টে ৯ জনের কেভিড-১৯ সনাক্ত হয়। অন্যান্যরা হলেন, সদর উপজেলায় ১ জন, পীরগঞ্জে ১ জন ও রাণীশংকৈলে ৬ জন।
সিভিল সার্জন মাহফুজুর রহমান সরকার জানান, রমেশ চন্দ্র সেনের এখন কোন ধরনের উপসর্গ নেই। উনাকে নিজ বাড়ীতেই আইসোলেশনে রাখা হয়েছে। ঘরেই উনার চিকিৎসা হচ্ছে এবং বাড়ীর অন্যান্যরা সুস্থ্য আছেন।
সংসদ সদস্য ছাড়াও জেলায় নতুন করে আরো ৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৪৩৭ জন এবং মৃতের সংখ্যা ৮ জন।