ইমরান খান,আনোয়ারা থেকে–
চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বক্সী আলী ফৌজদার দীঘিতে বড়শীর পাশ দিয়ে আনুষ্ঠানিকভাবে প্রথমবারের মতো মাছ ধরা শুরু হতে যাচ্ছে।
অনুষ্ঠানের আয়োজকরা জানিয়েছেন আগে আসার ভিত্তিতে সীমিত সংখ্যক আসনে সাড়ে বারো হাজার টাকা মূল্যমানের পাশ দেয়া হবে। বৃহস্পতিবার রাত ১১টার সময় লটারীর মাধ্যমে সীট বরাদ্দ দেয়া হবে। প্রতিটি পাশের বিপরীতে দুপুরে পানিও প্যাকেট খাবার সরবরাহ করা হবে।
সংশ্লিষ্ট আয়োজকরা আরো জানান, পুকুরটিতে পর্যাপ্ত পরিমাণ মাছের চাষ করায় কোন প্রতিযোগী বা মাছ শিকারী ধারণাতীত লাভবান হবেন।
নগরীর বন্দর পট্টিস্থ শাহা ফিশিং (০১৮১৯৩৭৭৫৫৬) এবং আগ্রাবাদস্থ ২৭, শেখ মুজিব রোডের মো: মাহাবুব আলম এর শাহ আমানত বড়শী বিতানের
(০১৮১৯৮০৪১১৮) সৌজন্যে অনুষ্ঠিতব্য উক্ত মৎসশিকার উৎসবের জন্য আগ্রহী মৎস্যশিকারীদেরকে ফরহাদ -০১৮১৯৯৭৮৪৩৭, জীবন- ০১৮১৮০৬৬৪৩৬ এবং মাহবুব -০১৮১৯৮০৪১১৮ এই নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হয়েছে।