সাত্তার সিকদার, নিজস্ব প্রতিনিধি, চট্টগ্রাম
চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের লক্ষনেরখীল এলাকায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এক বৃদ্ধ মহিলার মৃত্যু হয়েছে।
মহিলার নাম রুম্পা বড়ুয়া । তিনি লোহাগাড়া উপজেলার কলাউজান ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের প্রয়াত বানেশ্বর বড়ুয়ার সহধর্মিণী ও বিশিষ্ট ব্যাংকার সুকুমার বড়ুয়ার পরম মমতাময়ী মা।
নিহতের ছেলে ব্যাংকার সুকুমার বড়ুয়া জানান,তার মা প্রায় একমাস যাবত অসুস্থ। গত ২৩জুন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। করোনা উপসর্গ দেখা দিলে ২৫ জুন পরিক্ষার জন্য নমুনা সংগ্রহ করে শেভরন ক্লিনিক । ২৭ জুন রিপোর্ট পজেটিভ সনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় ৭ জুলাই রাত আড়াইটার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। একই দিন দুপুর একটার দিকে সৎকার সম্পন্ন করা হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর। তিনি ৫ ছেলে ও ৩মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
কলাউজান ৮নং ওয়ার্ড ইউপি সদস্য মোহাম্মদ আইয়ুব জানান, ইউনিয়নের ৮নং ওয়ার্ডের বাসিন্দা রুম্পা বড়ুয়া করোনা ভাইরাস আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন । বিষয়টি পরিবারের কাছ থেকে অবগত হয়েছেন তিনি।
এদিকে রুম্পা বড়ুয়ার মৃত্যুর সংবাদে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।