পিংক ইসলাম
করোনার প্রভাবে অসচ্ছল পরিবারগুলোর অবস্থা খুবই শোচনীয়। “আম হাট” এর তরুণ উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজওয়ান কবীর ও চুয়েট শিক্ষার্থী জুয়েল কবীর এমন পরিবারগুলোর পাশে দাঁড়ানোর জন্য অভিনব উদ্যোগ নিয়েছেন। বর্তমানে আমের মৌসুম।বিশ্ববিদ্যালয়ও বন্ধ। তারা এই সময়টা কাজে লাগানোর উদ্দেশ্যে আমের হাট নামে একটি ব্যবসা প্রতিষ্ঠান খুলেছেন। তারা ‘আমের হাট ‘ প্রতিষ্ঠানটির মাধ্যমে সারা দেশে ফরমালিনমুক্ত আম সরবরাহ করার উদ্যোগ নিয়েছেন। ইতিমধ্যে তারা কার্যক্রমও শুরু করেছেন।”আমের হাট” এর স্বতাধিকারী তরুণ উদ্যোক্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রেজওয়ান কবীর ও চুয়েট শিক্ষার্থী জুয়েল কবীর বলেন, ফরমালিন মুক্ত আমের চাহিদা সারা দেশেই রয়েছে। কিন্তু ফরমালিন মুক্ত ভালো মানের আম পাওয়াটা একটু কঠিন । আমরা বিশস্ততার সাথে দেশের সর্বত্র ফরমালিনমুক্ত আম সরবরাহ করছি এবং আম বিক্রির লভ্যাংশের একটা অংশ অসচ্ছল পরিবারগুলোর মাঝে বিতরণের চেষ্টা করছি। আমরা ইতোমধ্যে ১২০ টি অসচ্ছল পরিবারের কাছে চাল, ডাল সহ বিভিন্ন প্রয়োজনীয় খাবার সমগ্রী পৌঁছিয়ে দিয়েছি । আমরা এটা সাধ্যমত চালিয়ে যেতে চাই। উত্তরবঙ্গের বিখ্যাত সুস্বাদু মিষ্টি হাড়িভাঙ্গা আম খেতে চাইলে আমাদের সাথে যে কেউ যোগাযোগ করতে পারবেন।”