ঢাকাসোমবার , ২৫ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. জাতীয়

করোনা মোকাবেলায় ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দ

প্রতিবেদক
নিউজ এডিটর
১২ জুন ২০২০, ২:১৮ পূর্বাহ্ণ

Link Copied!

নিউজ ডেস্ক :

আসন্ন ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য খাতের জন্য ২৯ হাজার ২৪৭ কোটি টাকা বরাদ্দ রেখেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এ বরাদ্দ জাতীয় প্রস্তাবিত বাজেটের ৫ দশমিক ২ শতাংশ। স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের জন্য বরাদ্দ বিদায়ী অর্থবছরের বাজেটের চেয়ে ৩ হাজার ৫০০ কোটি টাকা বেশি। বরাদ্দ বাজেটের বড় একটি অংশই রাখা হয়েছে পরিচালন ব্যয়ে। এর পরিমাণ ১৬ হাজার ৭৪৭ কোটি টাকা। বাকি বরাদ্দ ব্যয় হবে স্বাস্থ্য খাতের উন্নয়নে। বাজেটে করোনা মোকাবেলায় জরুরি চাহিদা মেটানোর জন্য ১০ হাজার কোটি টাকার থোক বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

অর্থমন্ত্রী তার বক্তব্যে বলেন, স্বাস্থ্য খাতকে এবার সর্বাপেক্ষা অগ্রাধিকার দেয়া হয়েছে ও নভেল করোনাভাইরাস নিয়ন্ত্রণে এ খাতে অতিরিক্ত বরাদ্দ প্রণোদনা ও ক্ষতিপূরণ ইত্যাদির ব্যবস্থা রাখা হয়েছে। কভিড-১৯ মোকাবেলায় স্বাস্থ্যসেবা বিভাগের আওতায় বর্তমানে ৫ হাজার ৫০০ কোটি টাকার বিশেষ কার্যক্রম বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া আগামী অর্থবছরে কভিড-১৯ মোকাবেলায় যেকোনো জরুরি চাহিদা মেটানোর জন্য ১০ হাজার কোটি টাকা থোক বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

এছাড়া স্বাস্থ্য-শিক্ষা ও বিজ্ঞান-প্রযুক্তি খাতের গবেষণার উন্নয়নে ১০০ কোটি টাকার একটি ‘সমন্বিত স্বাস্থ্য-বিজ্ঞান গবেষণা ও উন্নয়ন তহবিল’ গঠন করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এ গবেষণা তহবিল দক্ষ ও কার্যকরভাবে পরিচালনার জন্য স্বাস্থ্য খাতে অভিজ্ঞ গবেষক, পুষ্টিবিজ্ঞানী, জনস্বাস্থ্য ও সমাজবিজ্ঞানী, অর্থনীতিবিদ, পরিবেশবিদ ও সুশীল সমাজ এবং অন্যান্য প্রতিনিধিদের সমন্বয়ে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হবে বলে জানান তিনি।

এছাড়া বাজেটে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্য কর্মীদের বিশেষ সম্মান বাবদ বরাদ্দ রাখা হয়েছে ১০০ কোটি টাকা। আর কভিড-১৯ রোগে সংক্রমিত বা মৃত্যুর ক্ষেত্রে ক্ষতিপূরণ হিসেবে আরো ৭৫০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে।

প্রস্তাবিত বাজেটে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দুটি বিভাগের মধ্যে স্বাস্থ্যসেবা বিভাগে ২২ হাজার ৮৮৪ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে পরিচালন খাতে ১২ হাজার ৮৩০ কোটি ও উন্নয়ন হাতে ১০ হাজার ৫৪ কোটি টাকা। আর স্বাস্থ্যশিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগে ৬ হাজার ৩৬৩ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যার মধ্যে পরিচালন খাতে ৩ হাজার ৯১৭ কোটি ও উন্নয়ন খাতে ২ হাজার ৪৪৬ কোটি টাকা। আগের দুই অর্থবছরে স্বাস্থ্য ও পরিবারকল্যাণ খাতে বরাদ্দ ছিল যথাক্রমে ১৮ হাজার ৬৭৭ কোটি ও ২৩ হাজার ৬৯২ কোটি টাকা।

245 Views

আরও পড়ুন

শান্তিগঞ্জে সিলেট-সুনামগঞ্জ সড়কে সংকেতহীন স্পিড ব্রেকার,দূর্ঘটনার আশঙ্কা

বুটেক্স শিক্ষার্থীদের উপর ঢাকা পলিটেকনিক শিক্ষার্থীদের হামলা, আহত অর্ধ শতাধিক

পাঠকের অনুভূতিতে ❝কলিজার আধখান❞

অন্তর্বর্তী সরকারের কার্যক্রমে বিএনপি সন্দেহ করছে–ড. হুমায়ুন কবির

বিশ্বরূপ চন্দ্র বিশ্বাসের কবিতা:- হাসি

শান্তিগঞ্জে জমিয়তের গণসংবর্ধনা ও কাউন্সিল শুক্রবার

শান্তিগঞ্জে জমিয়তের গণ সমাবেশ সফল করার লক্ষে সংবাদ সম্মেলন

আইডিইবির ৫৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আধুনগর পলিটেকনিক ইনস্টিটিউটের র‌্যালি ও আলোচনা সভা

দোয়ারাবাজারে এফআইভিডিবি’র স্বাস্থ্য সামগ্রী বিতরণ

বোয়ালখালীর নব যোগদানকৃত শিক্ষা অফিসার হারুন উর রশীদকে বরণ

জামালপুরে মৃত আইনজীবী হলেন অতিরিক্ত জিপি