আরাফাত আরেফিন,চট্টগ্রাম ঃ
করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামে মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসারত অবস্থায় মারা গেলেন একই পরিবারের আপন দুই ভাই। মেজ ভাইয়ের নাম শাহ আলম (৩৫) এবং ছোট ভাইয়ের নাম শাহ জাহান (৩৩)। তাদের বাড়ি চট্টগ্রামের হাটহাজারী পৌরসভার ৩ নং ওয়ার্ড এলাকায়।
স্বজনদের সাথে কথা বলে জানা যায়, প্রথম দিকে তাদের হালকা জ্বর ও কাশি ছিল। তবে বেশ কয়েকদিন যাবৎ দুই ভাইয়েরই কফ ও শ্বাস কষ্ট দেখা দিলে ১জুন (সোমবার) চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে জেনারেল ওয়ার্ডে ভর্তি করা হয়। এরপর ২ জুন ( মঙ্গলবার) করোনা টেস্টের জন্য নমুনা দেয় তারা। কিন্তু ৩-৪ দিন পার হয়ে গেলেও এখনো নমুনা পরীক্ষার ফলাফল আসে নি। এরই মধ্যে মারা গেলেন দুইভাই।
মেজ ভাই শাহ আলম মারা যান ৬ জুন (শুক্রবার) দুপুর ২ টার দিকে। তখনো মেজ ভাইয়ের মৃত্যুর সংবাদ জানানো হয়নি একই ওয়ার্ডে চিকিৎসাধীন ছোট ভাই শাহ জাহানকে। কিন্তু সন্ধ্যার পর পরেই তিনিও মৃত্যুর কোলে ঢলে পড়েন।
তাদের চিকিৎসা তদারকিতে থাকা তাদের খালাতো ভাই সাদ্দাম হোসেন মনজু বলেন, যখন অবস্থা বেশি খারাপ হয়ে গিয়েছিল আইসিইউর জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু চট্টগ্রাম মেডিক্যালে আইসিইউ সিট খালি ছিল না। এরপর চট্টগ্রাম মেট্রোপলিটন ও চট্টগ্রাম জেনারেল হাসপাতালেও গিয়েছি কিন্তু করোনা পরীক্ষার কোন ফলাফল এখনো না পাওয়ায় সেখানেও ভর্তি নেয় নি। পরে বাজার থেকে অক্সিজেন সিলিন্ডার কিনে শেষ চেষ্টা করেও বাঁচাতে পারিনি আমার ভাইদের।
জানা যায়, দুই সহোদরই বিবাহিত। মেজ ভাই মোঃ শাহ আলমের ৬ বছরের একটি ছেলে আছে এবং ছোট ভাই শাহজাহানের ৫ বছরের এক ছেলে ও ২ বছরের এক মেয়ে আছে। দুই ভাইয়ের অকাল মৃত্যুতে তাদের পরিবার এবং পুরো এলাকা এখন শোকে আচ্ছন্ন।
জানা যায়, মেজ ভাই শাহ আলম দুবাই প্রবাসী, তিনি জানুয়ারীতে দেশে এসেছিলেন এবং ছোট ভাই শাহাজাহানের হাটহাজারী এন জহুর শপিং সেন্টারে কাপড়ের দোকান আছে।