–সিয়াম আহমেদ, ঢাবি।
বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়- বুয়েটের শেরে বাংলা হল থেকে এক ছাত্রের লাস উদ্ধার করেছে কর্তৃপক্ষ।
নিহত ছাত্র আবরার ফাহাদ (২১) বুয়েটের ইলেক্টিকাল ও ইলেক্ট্রিসিটি ইঞ্জিনিয়ারিং বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ছিল।
বেরোবার(৬ অক্টোবর) রাত তিনটার দিকে শিক্ষার্থীরা আবরারের মৃত দেহ শেরে বাংলা হলের প্রথম তলা থেকে ২য় তলায় ওঠার সিড়ির মাঝখানে পড়ে থাকতে দেখে কর্তৃপক্ষকে জানায়।
খবর পেয়ে রাত্রি কালীন ডিউটিতে থাকা শিক্ষক, চিকিৎসক ড. মাসুক এলাহী ঘটনাস্থলে আসেন। তিনি নিহত ছাত্রের মরদেহ উদ্ধার করেন এবং পুলিশ ও কর্তৃপক্ষকে অবহিত করেন। এসময় নিয়ত আবরারের শরীরে অসংখ্য আঘাতের চিহ্ন পাওয়া যায়।
চকবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব হোসেন সাংবাদিকদের ঘটনার সত্যতা নিশ্চিত করেন এবং বিস্তারিত তদন্ত চলছে বলে জানান।
এদিক নিহতে ছাত্রের সহপাঠীদের অভিযোগ গতকাল রাত আটটার দিকে আবরারকে (নিহত ছাত্র) ১০১১ কক্ষ থেকে কয়েক জন ডেকে নিয়ে যায়। তারপর থেকে আর তাকে কোথাও দেখা যায় নি। তাদের ধারণা, আবরারকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তারা এ হত্যা কান্ডের সুষ্ঠ তাদন্ত ও দ্রুত বিচার দাবি করে।