ঢাকামঙ্গলবার , ৫ নভেম্বর ২০২৪
  1. সর্বশেষ
  2. বিশেষ সংবাদ

করোনা ও ওমরের ঈদ!!

প্রতিবেদক
নিউজ এডিটর
২৫ মে ২০২০, ৮:৪২ অপরাহ্ণ

Link Copied!

সাফওয়ান আল আজিজ

ওমর ফারুক!! বয়স আর কত ৭-৮ হবে এইতো মাত্র স্কুল জীবনে পা দিয়েছে খুবই দুষ্টু প্রকৃতির ছেলে বটে তবে তার আচার-ব্যবহারে রীতিমতো সবাইকে অাকর্ষিত করে । কাউকে অযথা গালি কিংবা খোঁচা দেওয়ার অভ্যাস তা ও নেই বললে চলে ।
ওমর ফারুক দের বাবা মায়েরা যৌথ পরিবারে যুগ যুগ ধরে বসবাস করছে । তার বাবা,মা,চাচা,চাচিরা একসাথে এ-তো বছর থাকছে কিন্তু কোন ধরনের তাদের মাঝে কথা-কাটাকাটি কিংবা একজনের কথা-কাজে অন্যজন মনে দুঃখ পাবে এই ধরনের সমস্যা ও হয় নি । এমন পরিবারে ওমর ফারুক-রা জন্ম নিবে এইটা-তো স্বাভাবিক। ওমর ফারুকের এক বোন, এক ভাই , ওমর ফারুক পরিবারের দ্বিতীয় সন্তান বড় ভাই অষ্টম শ্রেণির শিক্ষার্থী, ওমর ফারুক ২য় শ্রেণি আর বোন মাত্র-৫ বছর । মা বাবা , দাদা, দাদি, চাচা-চাচি ,চাচাতো ভাই , বোনের নিয়ে একটি জান্নাতি সুবাসের পরিবার । নেই কোন রেষারেষি,ঝগড়াবিবাদ তাইতো পুরো মহল্লা জুড়ে তাদের পরিবারের সুনামের ঢাকঢোল ।

ওমর ফারুক ও তার চাচাতো ভাই ওমর ওসমান দুইজন ভালো বন্ধু ও বটে । তারা দুই ভাই একসাথে খেলে একসাথে স্কুলে যায় সুখে-দুঃখে একে অপরের প্রতিচ্ছবি।
এই বছর স্কুলে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিয়োগিতায় তারা একাই ৭ পুরষ্কার ঘরে তুলেছে ।
তাদের অানন্দের শেষ সিমানা যেন নেই, ওমর ফারুক এর এই সাফল্য দেখে তার মা তো কেঁদে দিলেন ।
এভাবে হাজারো অানন্দ অার উৎসবে চলছে ওমর ফারুকের দিন-রাত ।

কিন্তু ওমর ফারুকের আনন্দ আর উৎসব হঠাৎ মুখ থুবড়ে পড়লো । খোদার হুকুমে ওমর ফারুকের জীবনে নেমে আসলো ঘন অন্ধকার ।

ওমর ফারুক আর তার চাচাতো ভাই ওমর ওসমান প্রতিদিনের মতো আজ ও স্কুলে গেল । স্কুল শেষে বাড়িতে ঢোকে জানতে পারলো যে তার মায়ের জ্বর , ডায়রিয়া, আর গলা ব্যথার কারনে হাসপাতালে ভর্তি করা হয়েছে । ডাক্তার সাহেব প্রথমদিকে প্রাথমিক কিছু চিকিৎসা দিলো কিন্তু দুইদিনে কোন পরিবর্তনের লক্ষণ নেই । পরবর্তী তে ডাক্তার সাহেব বিভিন্নরকম এন্টিবায়োটিক চিকিৎসা দিলো কিন্তু তাতে শরীর সুস্থ হওয়ার কোন ধরনের লক্ষণ দেখা যাচ্ছে না ।

এদিকে ওমর ফারুকের মা-কে ভর্তিকৃত হাসপাতালে চিকিৎসার পর ও কোন পরিবর্তন না হওয়া-ই হাসপাতাল কতৃপক্ষ তাকে ঢাকা মেডিকেলে রেফার দিয়ে ঢাকা পাঠালো । ঢাকা মেডিকেল কলেজে আসার পর ওমর ফারুকের মাকে ডাক্তার সাহেব বিভিন্নরকম টেস্ট দিলো । টেষ্টের রিপোর্ট দুই দিন পর পাওয়ার কথা, তাই ডাক্তার সাহেব আপাততে কিছু চিকিৎসা চলমান রাখলো । কিন্তু দিন দিন ওমর ফারুকের মায়ের অবস্থা খারাপ হতে লাগলো ।

দুইদিন অপেক্ষার পর আজ ওমর ফারুকের মায়ের রিপোর্ট ডাক্তার সাহেব হাতে পেলেন ।
ডাক্তার সাহেব রিপোর্ট পাওয়ার পর হাসপাতালের সকল ডাক্তার দের জরুরি মূহুর্তে তলব করলেন এবং মেডিক্যাল বোর্ড বসালেন । সকল ডাক্তার-রা আবিষ্কার করলেন যে ওমর ফারুকের মায়ের নতুন এক রোগ হয়েছে । যা চীনের ওহান প্রদেশে প্রথম রোগি পাওয়া য়ায় । এবং চীন দেশে সেই রোগে আক্রান্ত রোগির সংখ্যা হাজার হাজার । আর নতুন রোগের নাম করোনা ভাইরাস অথ্যাৎ কোভিড 19 আর সেই রোগটা ওমর ফারুকের মায়ের শরিরে পজেটিভ এসেছে ।

এদিকে ডাক্তার দের মধ্যে একধরনের বিষন্ন ভাব পরিলক্ষিত হচ্ছে । কারণ রোগ অজানা-চিকিৎসা ও অজানা । তারপরও ডাক্তার সাহেব খোদার ওপর ভরসা করে বিভিন্ন রকম ঔষধের মাধ্যমে চিকিৎসা চালিয়ে যাচ্ছে । কিন্তু যতদিন যাচ্ছে ওমর ফারুকের মায়ের শারিরীক অবস্থা অারো খারাপের পথে যাচ্ছে ।

এভাবে অজানা রোগের সাথে ডাক্তার দের কানামাছি চিকিৎসার সংগ্রামের মাঝে একদিন ওমর ফারুকের মায়ের ডাক পড়ে গেল রবের দরবারে । ফুড়ুৎ করে উড়ে গেল রুহ নামক পাখি টা শরীর থেকে ।

মৃত্যুর সংবাদ পৌঁছে গেল ওমর ফারুকের বাবা, চাচা, দাদা, আত্নীয় স্বজনের কাছে । কিন্তু মৃত্যুর খবর টা কানে পৌঁছাতে দেয়নি ওমর ফারুকের কাছে । কারন ওমর ফারুক মায়ের সবচেয়ে প্রিয় এবং কাছের সন্তান । ওমর ফারুকের জন্মের সময় মায়ের কত-না কষ্ট হয়েছে । মা ওমর ফারুক কে গল্পের ছলে বার বার বলতো তার ৩ সন্তানের মধ্যে ওমরের জন্মের সময় সবচেয়ে বেশি প্রসব বেদনা আর কষ্ট সর্হ্য করেছে মা । মায়ের বিয়োগে ওমর ফারুক সর্হ্য করতে পারবেনা সেই চিন্তা থেকে তাকে মৃত্যুর সংবাদ জানানো উচিত হবে না তাই বলা হলো না।

এদিকে করোনা রোগ সনাক্ত হওয়ার পর ডাক্তার দের পরামর্শ ক্রমে মৃতদেহ বাড়িতে না নিয়ে এ্যাম্বোলেন্স থেকে সরাসরি জানাজার মাঠে ব্যাপক নিরাপত্তা সহিত ওমরের মায়ের কাফন-কাপড় পরিয়ে নিরাপদ দূরত্ব বজায় রেখে জানাজা সম্পূর্ণ করে কবরস্থ করা হলো ।

আজ ওমরের মায়ের মৃত্যুর ৩ দিন । ওমর ফারুক বাবা-চাচা থেকে অনেকবার জানতে চেয়েছে মায়ের কথা!! তাদের উত্তর ঢাকা শহরে চিকিৎসা চলছে ।
এভাবে ৩ দিন /৫ দিন / ৭ /১০ পেরিয়ে গেল কিন্তু ওমর ফারুকের মায়ের বিষয়ে ওমর সঠিক তথ্য পাচ্ছে না । এদিকে দীর্ঘদিন মা কে ছাড়া ওমরের দিনগুলো ঠিক ভালো যাচ্ছে না । ওমরের সাথে সাথে ওমরের ছোটবোন উম্মে সালমা ও মায়ের জন্য বেকুল হয়ে অাছে ।

কিন্তু এভাবে আর কতদিন.?? একদিন ওমর ফারুক তার মায়ের মৃত্যুর সংবাদ দাদার মাধ্যমে শুনতে পায় । এতে ওমর ফারুক কান্নাকাটি জুড়ে দেয় বাড়িতে । কিছুদিন কান্নাকাটির পর ওমর ফারুক এখন অনেকটা স্বাভাবিক হয়েছে । তবে ওমর ফারুকের বোন তো এখন নিয়মিত কান্না তে বুক ভাসায় । পরিবারের সদস্য-রা বিভিন্ন কথা বলে মা তাড়াতাড়ি বাড়িতে অাসবে বলে শান্তনা দেয় ।

আজ ২৭ রমজান!! ওমর ফারুকের মায়ের মৃত্যুর ৩ মাসে পৌঁছাতে দুই-একদিন বাকি । আবার ৩ দিন পরই মুসলমানদের পবিত্র উৎসব ঈদুল ফিতর ।
প্রত্যেক বছর ওমর ফারুকের ঈদের দিন নিয়ে অনেক পরিকল্পনা থাকে । এবং ঈদের চাঁদ রাতের দিন ঈদ নিয়ে কল্পনার সাগরে নিমজ্জিত থাকতো ।
কিন্তু আজ ওমর ফারুকের মধ্যে ঈদের অামেজ নেই – নেই কল্পনা উৎসাহ উদ্দীপনা ।

অতীতের মায়ের সাথে কাটানো দিন গুলো ভেবে কান্না করতে করতে ওমর ফারুক ঘুমের রাজ্য পাড়ি দিলো ।

ঈদের দিন সকাল!! চাঁচির ডাকে ওমরের ঘুম ভেঙে যায় । চাঁচি ওমর ফারুক কে গোসলঘরে যেতে বলে ।
ওমর গোসল সেরে হালকা সেমাই খেয়ে ঈদের নামাজ আদায় করতে বাবার সাথে রওনা হয়। নামাজ শেষে মায়ের কবর জিয়ারত করে ওমর ফারুক বাড়িতে আসে ।
আজ ওমরের মন ভালো নেই!! ওমরের মন বারবার ছটফট করছে আর মায়ের কথা মনে করে কান্না করছে ।
এদিকে ওমরের ছোটবোন ও কান্না করছে মায়ের অপেক্ষায় কারণ তাকে মা অাসবে বলে মিথ্যা শান্তনা দেয়া হয়েছে ।

ওমর ফারুখ কান্না করছে মায়ের বিয়োগে!! ছোট বোন কান্না করছে মায়ের অপেক্ষায়!!
ওমরের মা ফিরবেনা সত্য কিন্তু তাদের মায়ের ভালবাসা কি অাবার ফিরবে.?? তাদের মায়ের ভালবাসা অার অাদরের শূন্যতা কি কখনো পূরণ হবে.??

এইভাবে হাজারো ওমর ফারুক অার উম্মে সালমার হাসি, অানন্দ হারিয়ে গিয়েছে অন্ধকারে । হাজারো হতভাগার জীবনে হঠাৎ নেমে এসেছে কালো অন্ধকার রাত । হাজারো ওমর – উম্মে সালমার ভালবাসার মা -বাবা কে কেড়ে নিয়েছে নিষ্ঠুর এই করোনা ভাইরাস মহামারি ।

আজ ঈদুল ফিতরে দোয়া করছি সেইসব হতভাগা, মজলুম সন্তান দের জন্য আল্লাহ তাআলা যেন তাদের সুস্থ দেহে বেঁচে থাকার তাওফিক দান করে । জান্নাতের ভিক্ষা চাইছি সেইসব পৃথিবীর সকল বাবা মায়ের জন্য যারা পৃথিবীর বুক থেকে বিদায় নিয়েছে । সুস্থতা কামনা করছি সকল আক্রান্ত মানুষের জন্য ।

হে আল্লাহ রাব্বুল আলামীনের আপনি পুরো বিশ্ব কে শান্ত করে দেন । অাপনার গোলামদের প্রতি রহম করেন। আমিন ইয়া রাব্বুল আলামীন।

232 Views

আরও পড়ুন

তরিকুল ইসলামের কবিতা:- সংবিধানের বিলুপ্তি ঘটুক

বুটেক্সে ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন আইপিই

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার ১

বুক রিভিউ:সময়ের ছবি ‘নীরব কোলাহল’

মৌলভীবাজারে সোনার বাংলা আদর্শ ক্লাবের ৬ষ্ঠ মেধা যাচাই প্রতিযোগিতা অনুষ্ঠিত

হাওরের জনপদ এখন উচ্চশিক্ষায় আরো এগিয়ে যাবে–ড. মোঃ আবু নঈম শেখ

রাবিতে গ্রীন ভয়েস এর নেতৃত্বে মাহিন-সিরাজুল

ডেকে নিয়ে হত্যা করা হয় মনিরকে

নাইক্ষ্যংছড়িতে ঝুলন্ত অবস্থায় গৃহবধূর লাশ উদ্ধার !!

আগামী দিনের রাজনীতি হবে তারেক রহমানের নেতৃত্বে নতুন বাংলাদেশ গড়ার রাজনীতি: নাজমুল মোস্তফা আমিন

নাটোরে অস্ত্রসহ আওয়ামীলীগ নেতা ও তার সহযোগী আটক

দুর্লভ নিদর্শনে সমৃদ্ধ এশিয়াটিক সোসাইটি ঐতিহ্য জাদুঘর