ইমদাদুল হক নোমানী :
ঈদ শুভেচ্ছা জানানো ঈদের অন্যতম আমল হিসেবে গণ্য। আমাদের দেশে ‘ঈদ মুবারক’ বলে ঈদের শুভেচ্ছা জানানোর প্রচলন রয়েছে। আকর্ষণীয় ব্যানার, পোস্টার, ফেস্টুন ব্যবহার করেও ‘ঈদ মুবারক’ লিখে শুভেচ্ছা বিনিময় করা হয়। আবার ভার্চুয়ালে ভয়েস রেকর্ড করেও শুভেচ্ছা আদান-প্রদান করা হয়। তথ্যপ্রযুক্তির যুগে এ পদ্ধতিকে নাজায়েয বলার সুযোগ নাই।
কিন্তু সালামের আগেই ঈদ মুবারক বলে শুভেচ্ছা বিনিময় করা বৈধ নয়। অহেতুক পোস্টারে ছবি ব্যবহার না করাই উচিৎ। বিশেষকরে আহলে ইলমদের জন্য।
ঈদের শুভেচ্ছা বিনিময় করার সর্বোত্তম পদ্ধতি হলো, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা’ বলা। এর অর্থ হলো, আল্লাহ আমাদের এবং আপনার পক্ষ থেকে (নেক আমলগুলো) কবুল করুন।
হজরত ওয়াসিলা রা. বলেন, আমি রাসূলুল্লাহ সা.-এর সঙ্গে ঈদের দিন স্বাক্ষাত করলাম। আমি বললাম, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা’ আর তিনিও বললেন, ‘তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা’। (বায়হাকি: ৩/৪৪৬)।
এবারের ভিন্নমাত্রার (করোনাভাইরাস) ঈদুল ফিতর উদযাপন হোক সুখ-দুঃখ, কষ্ট-আনন্দ ভাগাভাগির অনন্য এক নজির। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা/ওয়ামিনকুম। সবাইকে ঈদ মুবারক।